Advertisement
E-Paper

বাদ গিয়েছে যকৃতের একটা অংশ, কত শতাংশ নিয়ে বেঁচে আছেন দীপিকা কক্কর?

সম্প্রতি দীপিকা জানান, তাঁর লিভার থেকে বেশ কিছুটা অংশ বাদ পড়েছে। জুলাই মাস থেকে শুরু হয়েছে ‘টার্গেটেড থেরাপি’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৮:৪১
Dipika Kakar opens up about her cancer diagnosis what percentage of liver remove from her body

দীপিকার লিভারের কত শতাংশ বাদ পড়েছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

মাস কয়েক আগেই অস্ত্রোপচার হয়েছে দীপিকা কক্করের। যকৃতে ক্যানসারের চিকিৎসার পর থেকেই নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার দীপিকা। চুল ঝরে প়ড়ার প্রবণতা বেড়েছে তাঁর। ফলে মানসিক অবসাদ ঘিরে ধরেছে হিন্দি টেলিভিশনের অভিনেত্রীকে। সম্প্রতি দীপিকা জানান, তাঁর লিভার থেকে বেশ কিছুটা অংশ বাদ পড়েছে। জুলাই থেকে শুরু হয়েছে ‘টার্গেটেড থেরাপি’। এখন কী অবস্থা তাঁর যকৃতের?

অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্টে জানান, তাঁর লিভার ক্যানসার ধরা পড়ে একটি সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে। তার পর অস্ত্রোপচার হয় লিভারে। তার যকৃতের একটা অংশে ক্যানসারের জীবানু বাসা বেঁধেছিল। সেই কারণে নাকি বাদ দিতে হয় লিভারের প্রায় ২২ শতাংশ। যদিও দীপিকা সম্পূর্ণ সুস্থ হয়েছেন কি না সেটাও খুব শীঘ্রই জানতে পারা যাবে না। এখনও তাঁর চিকিৎসা চলছে।

অভিনেত্রীর সারাক্ষণ গা বমি বমি ভাব, মাথা ঘোরানোর সমস্যা রয়েছে। চুল পড়ে যাচ্ছে দেখে পরচুলা পরার সিদ্ধান্ত নিয়েছে দীপিকা। তাঁর শরীরে থাইরয়েডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। যার ফলে পেট ভার হয়ে থাকছে তাঁর। কখনও মনখারাপ হচ্ছে, কখনও আবার মন ভাল হচ্ছে। দীপিকার কথায়, ‘‘থাইরয়েড বেড়ে যাওয়ায় গত দু’দিন ধরে মুখের ঘা-ও বাড়ছে।’’ অভিনেত্রী জানান, আরও দেড় বছর ‘টার্গেটেড থেরাপি’ চলবে তাঁর।

Dipika Kakar Dipika Kakar Ibrahim Shoaib Ibrahim Hindi Serial TV Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy