অবশেষে জল্পনায় সিলমোহর। বহু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, পঞ্জাবি শিল্পী তলবিন্দর সিংহ সিদ্ধুর সঙ্গে প্রেম করছেন দিশা পটানী। কৃতি সেননের বোনের বিয়ে থেকে এই গুঞ্জন ছড়ায়। এবার সব জল্পনার উত্তর দিয়ে দিলেন দিশা ও তলবিন্দর, নিজেরাই। হাতে হাত রেখে প্রকাশ্যে এলেন তাঁরা।
রবিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিল আলোচিত জুটি। দিশার পরনে ছিল অফ শোল্ডার সাদা পোশাক। অন্য দিকে তলবিন্দরের মুখ ছিল মুখোশে ঢাকা। চেনা বেশেই তাঁকে দেখা যায়। অনুষ্ঠানটি থেকে দু’জনকে পরস্পরের হাত ধরে বেরিয়ে আসতে দেখা যায়। তার পরে তাঁরা একই গাড়িতে উঠে পড়েন। এই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনুরাগীরা নিশ্চিত হন, সত্যিই সম্পর্কে আছেন তাঁরা। যদিও মুখ ফুটে এখনও কেউই কিছু বলেননি।
কিছু দিন আগেই কৃতির বোন নূপুর সেনন ও স্টেবিন বেনের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। সেখানেই একাধিক বার একসঙ্গে দেখা যায় দিশা ও তলবিন্দরকে। এক জায়গায় মুখোশহীন অবস্থাতেও দেখা যায় পঞ্জাবি গায়ককে। ছবিশিকারিরা পিছু নিলে তাঁদের দিকে মধ্যমা তুলেও দেখান তলবিন্দর। তবে এ বার রাখঢাক না রেখে নিজেরাই স্বেচ্ছায় একসঙ্গে প্রকাশ্যে এলেন দিশা-তলবিন্দর।
উল্লেখ্য, তলবিন্দর একজন পঞ্জাবি গায়ক-গীতিকার। পঞ্জাবি লোকসঙ্গীতকে নতুন মোড়কে তৈরি করেন তিনি। তবে নিজের খ্যাতির সঙ্গে ব্যক্তিগত জীবন মেলাতে চান না। তাই মুখোশে ঢেকে রাখেন মুখ। বয়সে তিনি দিশার চেয়ে পাঁচ বছরের ছোট। তবে দু’জনেই যে যাঁর জগতে যথেষ্ট পরিচিত নাম।
আরও পড়ুন:
দিশা ও তলবিন্দরের প্রেমের গুঞ্জনের মধ্যে উঠে আসে গায়কের প্রাক্তন প্রেমিকা সনী কৌরের নাম। দিশার সঙ্গে তলবিন্দরের প্রেমের গুঞ্জন ছড়াতেই সনী একটি পোস্টে লিখেছিলেন, “শুধু এইচআইভি বা এসটিআই নয়, কিছু মানুষ কিন্তু জীবনে দুর্ভাগ্য ও অভিশাপও নিয়ে আসে। তাই কার সঙ্গে শয্যা ভাগ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।” এই মন্তব্য নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে পরে সনী আরও একটি পোস্টে জানান, তাঁকে যেন তলবিন্দর ও দিশার সঙ্গে না জড়ানো হয়।