মেয়ের গায়ের রং কালো। আর তা নিয়ে প্রতি পদে সমস্যায় পড়তে হয় তাকে। ঠিক এই ইস্যু নিয়েই সম্প্রতি টেলিভিশনে শুরু হয়েছে ধারবাহিক ‘কৃষ্ণকলি’। যার মূল চরিত্রে তিয়াশা রায়ের অভিনয় দর্শকদের ইতিমধ্যেই পছন্দ হয়েছে।
তিয়াশার এটাই প্রথম অভিনয়। কিন্তু তিয়াশার স্বামীও একজন অভিনেতা। জানেন, তিনি কে?
গত বছরের শেষের দিকে অভিনেতা সুবান রায়কে বিয়ে করেন তিয়াশা। ‘আমার দুর্গা’, ‘মিলন তিথি’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন সুবান। রাইমা সেন অভিনীত ‘নটোবর নট আউট’ ছবিতেও অভিনয় করেছেন সুবান। অল্প কয়েকদিনের আলাপের পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি।