খোলা মঞ্চে যৌনতা নিয়ে কথা বলে বিতর্কে হনী সিংহ। একটা সময়ে তাঁর গানের কথা নিয়ে বিতর্ক লেগেই থাকত। খবর উঠে আসত তাঁর জীবনযাপনও। তবে গত কয়েক বছরে ভাবমূর্তি নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে দেখা গিয়েছে র্যাপারকে। কিন্তু ফের তিনি বিতর্কে জড়ালেন।
সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন হনী। প্রবল শীত পড়ায় তিনি দর্শককে গাড়ির মধ্যে সঙ্গমে লিপ্ত হওয়ার পরামর্শ দেন। খোলা মঞ্চে এমন মন্তব্যের জেরে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। হনী বলেছিলেন, “দিল্লির ঠান্ডা সাংঘাতিক! এই মরসুমে গাড়ির মধ্যে সঙ্গমে লিপ্ত হওয়ার মজাই আলাদা। তাই ঠান্ডায় গাড়ির মধ্যে যৌনতায় লিপ্ত হোন। তবে কন্ডোম ব্যবহার করবেন অবশ্যই।”
আরও পড়ুন:
অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে হনীর এই মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। তার পরেই কটাক্ষের শিকার হন পঞ্জাবি শিল্পী। নেটাগরিকের একাংশের বক্তব্য, “অনুষ্ঠানে নাবালক ও শিশুরাও উপস্থিত থাকে। কী ভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো এই ধরনের মন্তব্য করেন? সমাজকে কী বার্তা দিচ্ছেন উনি?”
এক নেটাগরিক আবার লিখেছেন, “হনী সিংহ এমন ভাবে কথা বলেছেন, যেন যৌনতা বিষয়টা নতুন। সাধারণ ও স্বাভাবিক একটি বিষয় নিয়ে এ সব বলার কী অর্থ?” তবে হনীর সমর্থনেও অনেকে কথা বলেছেন। তাঁদের বক্তব্য, “মানুষ কেন রেগে যাচ্ছে, বুঝতে পারছি না। এরা নিজেদের বন্ধু মহলে কিন্তু এ ভাবেই কথা বলে। সহজ কথা প্রকাশ্যে বললেই এরা রে-রে করে ওঠে।”
এই মন্তব্য নিয়ে নেটপাড়ায় তরজা শুরু হয়েছে। তবে হনী বা তাঁর সহযোগী দলের তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।