Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ নভেম্বর ২০২১ ই-পেপার

করিশ্মা, করিনা, সোনমের হোয়াটস্অ্যাপ গ্রুপে কী আলোচনা হয় জানেন?

নিজস্ব প্রতিবেদন
২১ মে ২০১৮ ১৬:৩৯
করিনা, সোনম এবং করিশ্মা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

করিনা, সোনম এবং করিশ্মা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নায়িকাদের মধ্যে কি বন্ধুত্ব হয়? এ প্রশ্নের উত্তর পাওয়া বেজায় শক্ত। অনেকেই হয়তো সামনে বলবেন তাঁরা বন্ধু। কিন্তু আড়ালেও সেই বন্ধুত্ব থাকে কি?

এ হেন নায়িকাদের যদি হোয়াটস্অ্যাপ গ্রুপ থাকে তা হলে সেখানে কী কী বিষয়ে আলোচনা চলতে পারে জানেন? বলিউডে ঠিক এমনই এক হোয়াটস্অ্যাপ গ্রুপ রয়েছে, যার নাম ‘কপূর গার্লস’। এই গ্রুপে রয়েছেন করিশ্মা, করিনা, সোনম এবং রেহা কপূর।

সম্প্রতি এই গ্রুপের কথা প্রকাশ্যে শেয়ার করেন সোনম। কিন্তু ‘কপূর গার্লস’-এ কী ধরনের আলোচনা হয়?

Advertisement

আরও পড়ুন, গোপনে বিয়ে করলেন দিব্যেন্দু!

সোনমের কথায়, ‘‘আমি আর বেবো প্রায় ১৫ বছর ধরে বন্ধু। আজ সারাদিন কী কী করলাম তার ছবি আমরা সকলে গ্রুপে আগামিকাল পোস্ট করব।’’ আর গসিপ? না! এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

দীর্ঘদিনের এই দুই বন্ধুকে এ বার একফ্রেমে দেখা যাবে। সৌজন্যে তাঁদের আসন্ন ছবি ‘ভিরে দি ওয়েডিং’। অনস্ক্রিন টক্কর তো নিশ্চয়ই হয়েছে? এ প্রশ্নের উত্তরেও স্ট্রেট ব্যাট চালিয়েছেন সোনম। তাঁর কথায়, ‘‘অভিনয়ের দিক থেকে আমি আর বেবো নিজেদের পরিবারের তৃতীয় প্রজন্ম। ফলে এ সব নিয়ে আমাদের কোনও ইনসিকিওরিটি নেই। আমরা জানি লোকে অনেক কিছু বলবে। সেটা কী ভাবে সামলাতে হবে সেটাও আমাদের জানা।’’Tags:
Kareena Kapoor Karisma Kapoor Sonam Kapoor Bollywood Celebrities Celebrity Gossipসোনম কপূরকরিশ্মা কপূরকরিনা কপূর খান

আরও পড়ুন

Advertisement