বলিউডে নতুন গুঞ্জন। প্রেম করছেন আমির খান। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরে খবর ছড়িয়েছিল, ফতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু এ বার এক নতুন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। জানা যাচ্ছে, বেঙ্গালুরু নিবাসী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে কী ভাবে আমিরের সঙ্গে এই মহিলার আলাপ, তার বিশদ এখনও জানা যায়নি।
বেঙ্গালুরুর এই মহিলার নাম নাকি গৌরী। দু’বার বিচ্ছেদ হলেও, প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক আমিরের। দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে ছবিতে কাজও করেন। তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, গৌরীও কি কোনও ভাবে বলিউডের সঙ্গে যুক্ত পেশাগত ভাবে? এখনও পর্যন্ত জানা যাচ্ছে, বলিউডের সঙ্গে কোনও যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণী চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও প্রকাশ্যে আসেনি। তাই অনুরাগীদের মধ্যে গৌরীর পেশা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আমির। জানা যাচ্ছে, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে এই সম্পর্ক নিয়ে। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে গৌরীর দেখা করিয়েছেন তিনি, এমনই জানা যাচ্ছে।
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাঁদের দুই সন্তান রয়েছেন— জুনেইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা। এর পরেই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁরই সহ-পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে ২০২১ সালে যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে। তার নাম আজ়াদ রাও খান।
‘লাল সিংহ চড্ডা’ ছবিতে আমিরকে শেষ দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আগামীতে তাঁকে দেখা যাবে ‘সিতারে জ়মিন পর’ ছবিতে।