ফের টলিপাড়ায় জট। ফেডারেশন বনাম পরিচালক বিতর্কের জেরে শুটিংয়ের অচলাবস্থা নিয়ে টলিপাড়ায় আশঙ্কার দানা বাঁধে। বৃহস্পতিবার রাতে টলিপাড়ার পরিচালকদের সংগঠনের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়। শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং ফ্লোরে যাবেন না বলে জানিয়েছিলেন পরিচালকেরা। ধারাবাহিকের শুটিংয়েও কি কর্মবিরতির আঁচ পড়ল? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
এই মুহূর্তে আউটডোর শুটিং হচ্ছে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের। তাজপুরের সমুদ্র সৈকতে শুটিংয়ে ব্যস্ত কলাকুশলীরা। শুটিং নিয়ে ধারাবাহিকের নায়ক সাহেব ভট্টাচার্য বললেন, “আমরা তাজপুরে আউটডোর শুটিং করছি। শুনেছি, পরিচালক গিল্ড আমাদের শুটিংয়ের অনুমতি দিয়েছে। কারণ আউটডোর শুটিং বন্ধ করা মানে, অনেক টাকার ক্ষতি। আমরা আগামী কাল (শনিবার) শুটিং শেষ করে কলকাতায় ফিরে যাব। তার পর কী হয়, দেখা যাক।”
আউটডোর শুটিং চলছে ‘চিরসখা’ ধারাবাহিকেরও। পুরীর সমুদ্র সৈকতের নানা দৃশ্য ইতিমধ্যেই দর্শকের আলোচনার কেন্দ্রে। সুদীপ মুখোপাধ্যায় বলেন, “ইন্ডাস্ট্রি সবে কয়েকটা সফল ছবির মুখ দেখেছে। এই ভাবেই কিন্তু এগিয়ে চলা উচিত, কাজ বন্ধ না করে। এটা তো সেনা শাসন নয়। কাজ হলে তো, ইন্ডাস্ট্রির লোকেরাই কাজ পাবেন। কেন এত গুপি কাজের কথা উঠে আসছে! তার কারণ ফেডারেশনের অতিরিক্ত চাপে লুকিয়ে শুটিং করতে হচ্ছে, কারণ তাঁদের কাছে বাজেট নেই। কিন্তু তাঁদেরও তো পেট চালাতে হবে।” ধারাবাহিকের শুটিং সম্পর্কে সুদীপ বলেন, “এখনও শুনিনি কোনও ধারাবাহিকের শুটিং বন্ধ হয়েছে। কিছু ছবিরও তো শুটিং চলছে। আসলে কাজ চালিয়ে যাওয়াটা খুব জরুরি।”
জ়ি বাংলার ধারাবাহিকেও কোনও আঁচ লাগেনি। ‘নিম ফুলের মধু’র পর্ণা তথা পল্লবী শর্মা জানান, প্রতিদিনের মতোই আজও (শুক্রবার) সকাল নটা থেকে কাজ শুরু হয়েছে। শুটিং বন্ধ থাকবে, এমন কোনও খবর আসেনি। “আমাদের তো ইন্দ্রপুরীতে শুটিং হয়। একই ভাবে শুটিং হচ্ছে। যা সমস্যা হচ্ছে, সেগুলি যত তাড়াতাড়ি মিটে যায়, ততই ভাল। আমরা কেউই চাই না, কাজ বন্ধ হোক। যা সমস্যা হচ্ছে, সব যেন আলোচনার মাধ্যমে মিটমাট হয়ে যায়, এটুকুই চাই।”
আরও পড়ুন:
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অঙ্কিতা মল্লিক বলেছেন, “ঠাকুরপুকুরে বলাকা স্টুডিয়োয় শুটিং রয়েছে বলে জানি। শুটিং বন্ধ হওয়ার কোনও খবর আমরা পাইনি। তবে আগামী পর্বগুলির জন্য আমাদের ব্যাঙ্কিং করে রাখতে হয়। সেটার অবস্থা খুব একটা ভাল নয়। তবে আশা করছি, সব ঠিক হয়ে যাবে।”
এ ছাড়াও সান বাংলার ধারাবাহিকেরও শুটিং চলছে বলে জানা যাচ্ছে। তবে অর্ক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ও ব্লুজ় প্রোডাকশন শুটিং বন্ধ রেখেছে বলে খবর।
উল্লেখ্য, শুক্রবার সকালে টলিপাড়ার শুটিংয়ের পরিস্থিতি দেখতে স্টুডিয়োয় উপস্থিত হন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি জানান, ফেডারেশনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকেরা। কর্মবিরতির অর্থ ছবি ও ধারাবাহিকের শুটিং ব্যাহত হওয়া। স্বরূপ জানান, শুক্রবার সকাল থেকেই টলিপাড়ায় বেশির ভাগ ধারাবাহিকের শুটিং নিয়মমাফিক শুরু হয়েছে। পাশাপাশি বেশ কিছু সিনেমার শুটিংও চলছে বলে জানান তিনি।