এক বছর হয়ে গেল একসঙ্গে থাকেন না তাঁরা। পাঁচ-ছয় মাস হল পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়েছে তাঁদের। অভিনেত্রী তিয়াসা লেপচা এবং অভিনেতা সুবান রায়ের। শেষ কয়েক মাসে তিয়াসা-সুবানের সম্পর্কের টানাপড়েনই ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। না তবে এই চর্চাকে কখনওই নিজের পেশাদার জীবনে প্রভাব ফেলতে দেননি সুবান। সোমবার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তুমিই যে আমার মা।’ যে ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুমন দে এবং প্রিয়া মণ্ডল। এই নতুন মেগাতেও খলনায়ক সুবান। আনন্দবাজার অনলাইনকে সুবান জানালেন, “আবারও সেই দুষ্ট ছেলের চরিত্র। গ্রামে তার বিশাল প্রতিপত্তি। নায়িকা প্রিয়াকে সারা ক্ষণ বিরক্ত করাই যার কাজ।”