দক্ষিণ ভারতের হিরোকে বলিউডে কম দেখা যায়নি। কমল হাসন, মাধবন, ধনুষ... সে তালিকায় এখন প্রবেশ করেছেন স্বয়ং প্রভাসও। কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আর একজনের নাম ঘোরাফেরা করা শুরু হয়েছে। তাঁর নাম ডুলকর সলমন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের দৌলতে তাঁর মালায়লম ছবিও জেন ওয়াইয়ের নখদর্পণে। ডুলকরের ‘ওকে কানমানি’ বলিউডের রিমেকে ‘ওকে জানু’ হওয়ার আগেই জায়গা করে নিয়েছিল প্লে-লিস্টে। ‘উস্তাদ হোটেল’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘হান্ড্রেড ডেজ অব লভ’, ‘চার্লি’-তে শুধু চকলেট বয় হয়েই থেমে থাকেননি মামুট্টির পুত্র। অভিনয়ের জন্য অ্যাওয়ার্ডও তাঁর পকেটে ঢোকে নিয়মিত। তাঁর ফিল্মোগ্রাফিতে নবতম সংযোজন হিন্দি ছবি ‘কারবাঁ’। ডুলকরের ডেবিউ হিন্দি ছবিতে রয়েছেন ইরফান খানও। শোনা যাচ্ছে ডুলকরের বিপরীতে দেখা যাবে কীর্তি খারবান্দাকে। উটিতে এ মাস থেকে শুরু হয়েছে শ্যুটিং। কিন্তু খুব রাখঢাক করে চলছে ছবির কাজ। প্রথমে শোনা গিয়েছিল, এ ছবিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন। তবে শেষ পর্যন্ত ডুলকরকেই পছন্দ হয় পরিচালকের।