আইপিএল মানেই গ্ল্যামারের ছটা। আর প্রতিটা আইপিএল-এ ইডেনের গ্যালারি কিন্তু বাকি স্টেডিয়ামগুলোকে জোর প্রতিযোগিতা দিয়েছে। কারণ অবশ্যই শাহরুখ খান। তিনি একাই একশো। শাহরুখ তো স্টেডিয়াম মাতিয়ে রাখবেনই, তাঁর সঙ্গে ই়়ডেনের গ্ল্যাম কোশেন্ট বাড়াতে আর কাদের দেখা যাবে? একটা নাম নিশ্চিত করে রাখা যেতে পারে। আব্রাম খান। সব গ্ল্যামার এক দিকে, আর খুদে বাদশা এক দিকে।
আইপিএল ছবি প্রচারের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। শাহরুখের সঙ্গে অনুষ্কা শর্মার ছবি মুক্তি পাওয়ার কথা অগস্টে। তাই তাঁকে দেখা যেতে পারে। বাদশা সম্প্রতি অনুষ্কার ‘ফিল্লৌরী’র জন্য প্রোমো শ্যুট করে দিয়েছেন। অনুষ্কাও পাল্টা সৌজন্য প্রকাশ করতে ইডেনে পা রাখতে পারেন। তাঁর উপর তিনি বিরাট কোহালির প্রেমিকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে অনুষ্কা হাজির থাকলে অবাক হওয়ার কিছু নেই। ‘মেরি পেয়ারি বিন্দু’র শ্যুট হয়েছে কলকাতায়। ছবি রিলিজও করছে আইপিএল’এর সময়েই। প্রযোজক যশ রাজ ফিল্মসের সঙ্গে শাহরুখের সম্পর্কও খুব ভাল। তাই পরিণীতি চোপড়া আর আয়ুষ্মান খুরানাকে নাইট রাইডার্সের জন্য চিয়ারআপ করতে দেখা যেতে পারে।
গ্যালারি থেকে নজর সরানো যাবে না।