Advertisement
E-Paper

নিষিদ্ধ ‘অল্ট’ অ্যাপের সঙ্গে যুক্ত একতা কপূর! বিবৃতিতে কী জানালেন বলিউড প্রযোজক?

এক কালে ‘অল্ট’ ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন প্রযোজক একতা কপূর এবং তাঁর সংস্থা। আচমকাই সেই প্ল্যাটফর্ম বন্ধ করার নোটিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১২:২৩
কী জানালেন একতা?

কী জানালেন একতা? ছবি: সংগৃহীত।

অহেতুক যৌনতা, হিংসা, আপত্তিকর বিষয়বস্তুর বাড়াবাড়ি বন্ধে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (এমআইবি) এ দেশের ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছে। খবর, ‘সফট পর্ন কনটেন্ট’ প্রচারের অভিযোগে নিষিদ্ধ হয়েছে বেশ কিছু অ্যাপও। এই খবর প্রকাশ্যে আসার পর প্রযোজক একতা কপূর একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলির অন্যতম হল ‘অল্ট’। তিনি বিবৃতিতে লেখেন, “আমি এবং আমার মা শোভা কপূর ‘অল্ট’ অ্যাপের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নই। ২০২১ সালেই এই সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা।” তাঁদের অনুরোধ সত্যতা যাচাই করে যেন কিছু লেখা হয়। অহেতুক তাঁদের নামে নেতিবাচক খবর ছড়ানো হোক তা কোনও ভাবেই চান না একতা।

নিষিদ্ধ অ্যাপগুলির তালিকায় রয়েছে কোন কোন ওয়েব প্ল্যাটফর্মের নাম? তালিকায় উঠে এসেছে ‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’-সহ আরও কিছু অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মের নাম। সংশ্লিষ্ট মন্ত্রকের অভিযোগ, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং ১৯৮৬ সালের অশ্লীল ভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলি।

প্রসঙ্গত, আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭-এ অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমে কোনও ভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনও কিছু দেখানো যায় না। একই ভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনও মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যায় না। দফতরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব ক’টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রকের দাবি।

Bollywood Hindi Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy