Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪

সাড়ে ২৯ হাজার পাউন্ডে নিলাম এলভিসের ডিজাইনার জুতো

রেকর্ড দরে নিলাম হল এলভিসের এক জোড়া ডিজাইনার জুতো। ১৯৬৮ সালে একটি টেলিভিশন শো-তে সাদা রঙের ‘ভেরদে’ জুতো পরেছিলেন এলভিস। শনিবার এক ব্রিটিশ সংগ্রাহক তা কিনলেন সাড়ে ২৯ হাজার পাউন্ডে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১৮:১২
Share: Save:

রেকর্ড দরে নিলাম হল এলভিসের এক জোড়া ডিজাইনার জুতো। ১৯৬৮ সালে একটি টেলিভিশন শো-তে সাদা রঙের ‘ভেরদে’ জুতো পরেছিলেন এলভিস। শনিবার এক ব্রিটিশ সংগ্রাহক তা কিনলেন সাড়ে ২৯ হাজার পাউন্ডে।

অনেকের মতে, কিং অব রক-এর সেরা টেলিভিশন শো’গুলির অন্যতম ছিল সেটি। অনুষ্ঠানের স্মৃতিচারণায় অনেকের কথায় উঠে এসেছে সে দিনের ছবি। মঞ্চ জুড়ে তখন এলভিস ব্যারিটোন। কিং অব রক-এর গলায় ‘দেয়ার মাস্ট বি লাইটস বার্নিং ব্রাইটার সামহোয়ার/গট টু বি বার্ডস ফ্লাইং হাইয়ার ইন আ স্কাই মোর ব্লু/ ইফ আই ক্যান ড্রিম অব আ বেটার ল্যান্ড…’ এলভিসের সেই কিংবদন্তি টেলিভিশন শো-র স্মারকই এ বার নিলামে বিকোল। মার্টিন লুথার কিঙ্গ জুনিয়রের হত্যার প্রায় দু’মাস পরে করা ওই শো এলভিস প্রথমে শুরু করে ছিলেন সাদা লেদার কোট পরে। শো-য়ের মাঝেই তা বদলে যেতে যাকে কালো কোটে। গান গাইতে গাইতে এক সময় মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়েন এলভিস। ’৬৮-এ এনবিসি-তে সম্প্রচারিত সেই শো ছিল এলভিসের কামব্যাক স্পেশাল।

ব্রিটিশ নিলামঘর অলড্রিজ-এর অ্যান্ড্রিউ অলড্রিজের মতে, বিনোদন জগতের ইতিহাসে এলভিসের সেই শো ছিল ‘গ্রেটেস্ট মোমেন্ট’। সিভিল রাইটল অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিঙ্গ-এর উক্তিকে ভরা সেই গান এলভিস-প্রেমীদের মনে আজও অমলিন।

অন্য বিষয়গুলি:

Elvis boot auction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy