Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ! রাহাত ফতে আলি খানকে নোটিস ধরাল ইডি

রাহাত অবশ্য গোড়া থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর বক্তব্য, তিনি গানের পুরো দলকে সঙ্গে নিয়ে সফর করছিলেন। তাঁদের থাকা খাওয়া এবং অন্যান্য খরচের জন্যই এই বিপুল পরিমাণ নগদ টাকা রাখতে হয়েছিল তাঁকে।

পাক গায়ক রাহাত ফতে আলি খানকে নোটিস ইডির। —ফাইল চিত্র

পাক গায়ক রাহাত ফতে আলি খানকে নোটিস ইডির। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৩:১৮
Share: Save:

বিদেশি মুদ্রা আইনে পাক গায়ক রাহাত ফতে আলি খানকে নোটিস ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বিরুদ্ধে ২০১৪ সালে বিপুল পরিমাণ মার্কন ডলার বেআইনি ভাবে পাচারের অভিযোগ রয়েছে। সেই মামলায় নোটিস ধরিয়ে ৪৫ দিনের মধ্যে জবাব তলব করেছে ইডি।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। দিল্লি বিমানবন্দরে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার নগদ সমেত রাহতকে হাতেনাতে গ্রেফতার করেন ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স শাখার গোয়েন্দারা। এখনকার হিসেবে ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮৭ লক্ষ টাকা। সেই ঘটনায় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনে মামলা দায়ের হয়। তদন্ত শুরু করে ইডি। ঘটনার পাঁচ বছর পর এবার রাহাত ফতে আলি খানকে ব্যাখ্যা দেওয়ার কথা বলেছে ইডি। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ইডির আধিকারিকরা।

রাহাত অবশ্য গোড়া থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর বক্তব্য, তিনি গানের পুরো দলকে সঙ্গে নিয়ে সফর করছিলেন। তাঁদের থাকা খাওয়া এবং অন্যান্য খরচের জন্যই এই বিপুল পরিমাণ নগদ টাকা রাখতে হয়েছিল তাঁকে।

আরও পডু়ন: নোটবন্দির পর কর্মসংস্থানের তথ্য প্রকাশ করতে দিল না কেন্দ্র, তোপ দেগে ইস্তফা এনএসসি কর্তার

আরও পডু়ন: অমিত শাহের সভা শেষ হতেই রণক্ষেত্র কাঁথি, মমতাকে ফোন উদ্বিগ্ন রাজনাথের

বিখ্যাত পাক গায়ক নুসরত ফতে আলি খানের ভাইপো রাহাত ফতে আলি খানও ভারত-পাকিস্তান-সহ গোটা বিশ্বেই জনপ্রিয় সুফি গায়ক হিসেবে পরিচিত। ২০০৩ সালে ‘পাপ’ ছবিতে গানের মধ্যে দিয়ে বলিউডে তাঁর অভিষেক হয়। এর পর বহু বলিউডি ছবিতে গান গেয়েছেন সুফি ঘরানার গায়ক রাহাত। এ ছাড়া একাধিক রিয়েলিটি শো-য়ে বিচারকের ভুমিকাতেও দেখা গিয়েছে পাক গায়ককে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahat Fateh Ali Khan FEMA ED
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE