Advertisement
২৭ ফেব্রুয়ারি ২০২৫
Entertainment News

‘কে বলল হার্দিক আমার বন্ধু’, রেগে গেলেন এষা গুপ্ত

এক টিভি শোয়ে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য  হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে নিয়ে উত্তাল বিশ্ব ক্রিকেটমহল।  ক্রিকেটমহলের সীমানা ছাড়িয়ে সেই আঁচ এখন লাগতে শুরু করেছে বলিউডেও। বলিউডে এক সময়ের জোর গুঞ্জন ছিল অভিনেত্রী এষা গুপ্তের সঙ্গে প্রেম করছেন হার্দিক পাণ্ড্য। সেই এষা গুপ্তই সংবাদমাধ্যমের কাছে পরিষ্কার করে দিলেন, হার্দিক পাণ্ড্যর সঙ্গে কখনও তাঁর বন্ধুত্ব ছিল না।

হার্দিক পাণ্ড্যর সঙ্গে কখনও তাঁর বন্ধুত্ব ছিল না, পরিষ্কার করে দিলেন এষা গুপ্ত।

হার্দিক পাণ্ড্যর সঙ্গে কখনও তাঁর বন্ধুত্ব ছিল না, পরিষ্কার করে দিলেন এষা গুপ্ত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৫০
Share: Save:

এক টিভি শোয়ে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য হার্দিক পাণ্ড্য এবং কে এল রাহুলকে নিয়ে উত্তাল বিশ্ব ক্রিকেটমহল। ক্রিকেটমহলের সীমানা ছাড়িয়ে সেই আঁচ এখন লাগতে শুরু করেছে বলিউডেও। বলিউডে এক সময়ের জোর গুঞ্জন ছিল অভিনেত্রী এষা গুপ্তের সঙ্গে প্রেম করছেন হার্দিক পাণ্ড্য। সেই এষা গুপ্তই সংবাদমাধ্যমের কাছে পরিষ্কার করে দিলেন, হার্দিক পাণ্ড্যর সঙ্গে কখনও তাঁর বন্ধুত্ব ছিল না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক পাণ্ড্যর কথা উঠতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন এষা গুপ্ত। রেগে গিয়ে ঘুরিয়ে প্রশ্ন তোলেন, ‘‘কে বলল আপনাকে, হার্দিক পাণ্ড্য আমার বন্ধু?’’

শুধু তাই নয়। মহিলাদের প্রতি হার্দিকের অবমাননাকর মন্তব্য নিয়েও এষার প্রতিক্রিয়া চাওয়া হয়। আর তখনই প্রতিদিনের জীবনে নারীদের যে প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়, সেগুলো নিয়েই কথা বলেন অভিনেত্রী। এষার কথায়, ‘‘নারীদের কখনও পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। সব দিক থেকেই আমরা সেরা। প্রত্যেক মাসে পাঁচ দিন ধরে পিরিয়ডসের পর, আমাদের গিয়ে নাচতে হয়, অফিস যেতে হয় এবং সন্তানের খেয়াল রাখতে হয়। এগুলোর সবই যখন তোমাকে করতে হয়, তাহলে তুমি শ্রেষ্ঠ। কখনও মহিলাদের নিয়ে কটূ মন্তব্য করা উচিত নয়।’’

আরও পড়ুন: প্রেম বা বিয়ে করার জন্য কলকাতায় ছেলে পাওয়া মুশকিল: পায়েল

আরও পড়ুন: ‘কথা বলার কেউ নেই’ সোশ্যাল মিডিয়ায় ঝড় আশা ভোঁসলের টুইটে

এখানেই থেমে থাকেননি এষা। সেই শো’য়ের সঞ্চালক কর্ণ জোহরকেও এক হাত নিয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘এই ধরনের শো যাঁরা তৈরি করেন, তাঁদেরকেও প্রশ্ন করা উচিত। শো’য়ের সঙ্গে জড়িত প্রত্যেককেই আমাদের প্রশ্ন করা উচিত।’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগে।)

অন্য বিষয়গুলি:

Esha Gupta Hardik Pandya Karan Johar Bollywood Celebrities হার্দিক পাণ্ড্য এষা গুপ্ত
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy