Advertisement
০২ মে ২০২৪

দক্ষিণী ফিল্মে এষার প্রবেশ

২০০৭ এর ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারিণী তিনি। এর পর ২০১০-এ ‘কিংফিশার সুইমস্যুট ক্যালেন্ডার’-এ জায়গা করে নেন সুন্দরী। একই সময়ে মুক্তি পায় তাঁর অভিনীত তিনটি ছবি ‘জন্নত ২’, ‘রাজ ৩ডি’ ও ‘চক্রব্যূহ’। তিনি এষা গুপ্ত। প্রথম দু’টি ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ায় এষা বেশ সহজেই বলিউডে তাঁর ভিত শক্ত করে নেন। এ বার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার গড়ার পালা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মে ২০১৫ ১২:০১
Share: Save:

২০০৭ এর ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারিণী তিনি। এর পর ২০১০-এ ‘কিংফিশার সুইমস্যুট ক্যালেন্ডার’-এ জায়গা করে নেন সুন্দরী। একই সময়ে মুক্তি পায় তাঁর অভিনীত তিনটি ছবি ‘জন্নত ২’, ‘রাজ ৩ডি’ ও ‘চক্রব্যূহ’। তিনি এষা গুপ্ত। প্রথম দু’টি ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ায় এষা বেশ সহজেই বলিউডে তাঁর ভিত শক্ত করে নেন। এ বার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ার গড়ার পালা।

দক্ষিণী পরিচালক তাতিনেনি সত্যর আগামী ছবিতে অভিনয়ের মাধ্যমে টলিউডে হাতেখড়ি হবে এষার। এক কবাডি খেলোয়াড়কে কেন্দ্র করে ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক। সূত্রের খবর, তেলুগু ও তামিল ভাষায় তৈরি হবে ছবিটি। যার নাম এখনও ঠিক হয়নি। চলতি মাসের ২৭ তারিখ পোল্যান্ডে শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। শ্যুটিং শুরুর আগে তামিল-তেলুগু ভাষা নিয়ে ওয়ার্কশপ করবেন এষা।

এষার আগে জুহি চাওলা, নম্রতা শিরোদকর, ঐশ্বর্যা রাই-এর মতো ভারত সুন্দরীরা তাঁদের অভিনয় জীবনে বলিউডের পাশাপাশি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। এ বার এই তালিকায় নাম লেখালেন এষাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE