রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি পড়বে? ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক এবং তাঁর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর যুদ্ধ বন্ধের ব্যাপারে অনেকেই আশাবাদী। তবে তার মধ্যেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করলেন, পুতিনের বাসভবনে হামলা চালানোর চেষ্টা করেছে ইউক্রেন! এই পরিস্থিতিতে শান্তি আলোচনায় মস্কোর অবস্থান পর্যালোচনা করা হবে। যদিও লাভরভের দাবি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন।
রুশ প্রশাসনের দাবি, সোমবার রাতে (স্থানীয় সময়) নভগরেড এলাকায় পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনা। একটা, দুটো নয়, এক সঙ্গে নাকি ৯১টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলার চেষ্টা হয়েছিল। যদিও রুশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি হামলাকে রুখে দিয়েছে। কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এমনই জানিয়েছেন লাভরভ।
রুশ প্রশাসনের এই অভিযোগ মানতে নারাজ জ়েলেনস্কি। তিনি এই ধরনের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তাঁর পাল্টা দাবি, কিভের সরকারি ভবনগুলিতে হামলা করার ‘অজুহাত’ খুঁজছে মস্কো। তাই এই ধরনের অভিযোগ করে একটি পটভূমি তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, এই সব দাবি করে শান্তি আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া।
রুশ বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের এ ধরনের আক্রমণকে তাঁরা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসাবে দেখছে। হামলার জবাব দেওয়ার প্রস্তুতিও চলছে। তবে এখনই প্রতিশোধমূলক হামলা হবে কি না, সে ব্যাপারে কোনও স্পষ্ট মন্তব্য করেননি লাভরভ। তিনি এ-ও জানান, শান্তি আলোচনার মধ্যে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। তবে রাশিয়া আলোচনার টেবিল থেকে সরে আসবে না। যদিও আলোচনাপর্বে কিভের অবস্থান পর্যালোচনা করা হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জ়েলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি কেটেছে বলে বৈঠকের পর দাবি করেছেন জ়েলেনস্কি। তবে ট্রাম্প তা নিয়ে কিছুটা সতর্ক। তিনি জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষের সমঝোতার চূড়ান্ত পর্যায়ে তাঁরা পৌঁছে গিয়েছেন। শেষ ধাপের আলোচনা চলছে। তবে এখনই শান্তিচুক্তির জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া যাচ্ছে না। শীঘ্রই যুদ্ধ থামবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেছেন। এই বৈঠকের আগে পুতিনের সঙ্গে ফোনে কথাও হয় ট্রাম্পের।