Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩
Amar Upadhyay

‘দিনের পর দিন খারাপ জিনিস দেখালে দর্শক দেখবেন না’

ছোট পর্দা প্রসঙ্গে বললেন অমর উপাধ্যায়ওয়েব প্ল্যাটফর্মের রমরমার মধ্যেও অমর বিশ্বাস করেন, এখনও টেলিভিশন সর্বাধিক সংখ্যক দর্শককে প্রভাবিত করার ক্ষমতা রাখে।

অমর

অমর

সায়নী ঘটক
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০০:৩৭
Share: Save:

টেলিভিশনই তাঁকে পরিচিতি দিয়েছে। দীর্ঘ দিন পরে ফের একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অমর উপাধ্যায়। তবে নতুন ধারাবাহিক ‘মোলক্কী’-তে কাজ করাকে ‘কামব্যাক’ বলতে তিনি নারাজ। বললেন, ‘‘আমি তো টেলিভিশনেই ছিলাম, কোথাও যাইনি। ‘বিগ বস’-এর পরে অনেক দিনের ব্যবধানে আবার সেই চ্যানেলে কাজ করছি, সে অর্থে কামব্যাক বলতে পারেন। অনেকেই ‘বিগ বস’ নিয়ে অভিযোগ করেন, কিন্তু আমার অভিজ্ঞতা খুব ভাল ছিল।’’

অর্থের বিনিময়ে পাত্রী কেনার প্রথা মোলক্কী, যা হরিয়ানা, রাজস্থানে প্রচলিত। এর ভিত্তিতেই তৈরি হয়েছে এই ধারাবাহিক। সেখানে রেওয়াড়ি গ্রামের সরপঞ্চের ভূমিকায় দেখা যাবে অমরকে, যে পরিবারের চাপে পড়ে তার অর্ধেক বয়সের এক মেয়েকে বিয়ে করে, মোলক্কী প্রথা মেনে। এই প্রথায় গরিব ঘরের মেয়েকে অর্থবান পরিবারে বিয়ে দেওয়া হয়, টাকার বিনিময়ে। প্রাচীন এই রীতির অপব্যবহার নিয়েই বার্তা দেওয়া হবে ধারাবাহিকে।

ওয়েব প্ল্যাটফর্মের রমরমার মধ্যেও অমর বিশ্বাস করেন, এখনও টেলিভিশন সর্বাধিক সংখ্যক দর্শককে প্রভাবিত করার ক্ষমতা রাখে। কাজেই ভাল মানের ধারাবাহিক হলে তা সাধারণ মানুষকেও প্রভাবিত করে। ‘‘হরিয়ানারই ফোগত পরিবারের নাম আমরা শুনেছিলাম ‘দঙ্গল’ ছবির পরে। আমি নিশ্চিত, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মোলক্কী প্রথার ব্যাপারে হয়তো শোনেননি। আর টেলিভিশনের দর্শকও এখন বদল চান। আর সেখানেই ওয়েবের সঙ্গে তুলনার জায়গাটা চলে আসে।’’ ‘দেখ ভাই দেখ’, ‘কিউঁ কী সাস ভি কভি বহু থি’, ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’ থেকে শুরু করে সাম্প্রতিক কালের ‘সাথ নিভানা সাথিয়া’— জনপ্রিয় সব ধারাবাহিকে কাজ করে অমরের উপলব্ধি, দর্শক এখন আর শাশুড়ি-বৌমার ঝগড়া দেখতে পছন্দ করেন না। ‘‘দিনের পর দিন খারাপ জিনিস দেখালে তাঁরা প্রত্যাখ্যান করবেনই। তাঁরা শুধু গল্পের সঙ্গে কানেক্ট করেন, মাধ্যমটা সেখানে ফ্যাক্টর নয়।’’ এক সময়ে ‘কিউঁ কী’র মিহির ভিরানির চরিত্রের মৃত্যুর পরে দর্শকের দাবিতে তাকে গল্পে ফেরত আনা হয়েছিল। এখনকার দর্শকের কি সেই প্যাশন আছে? ‘‘এখন সকলের ধৈর্য ও সময় কমে গিয়েছে, এ দিকে অপশন অঢেল। তাই তাঁদের ধরে রাখতে হয় কাহিনির জোরে।’’

শুধু টেলিভিশন নয়, ডিজিটালে অভিনয় ও প্রযোজনা করতে চান অমর। সে ক্ষেত্রে কি টিভির অভিনেতার তকমাটা বাধা হয়ে দাঁড়ায়? অমরের জবাব, ‘‘কোনও অভিনেতা যখন একটা দৃশ্যে নিজের কাজ দেখানোর সুযোগ পায়, সেটুকুর মধ্যেই সে পারফর্ম করে বেরিয়ে যেতে পারে। ‘দেখ ভাই দেখ’-এ সাহিলের চরিত্রে ডেবিউ করার পরে বুঝেছিলাম, খ্যাতি কী জিনিস। আমাকে পরিচিতি দিয়েছে ছোট পর্দা। তাই সেই পরিচয়কে অস্বীকার করি কী করে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE