Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দাদরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন ফারহান

দাদরি হত্যাকাণ্ড নিয়ে দিন কয়েক ধরেই উত্তাল হয়েছে উত্তরপ্রদেশ। এ বার ফেসবুকে এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা ফারহান আখতার। তিনি লিখেছেন, ‘‘আমরা এমন ঘটনা আগে দেখিনি। আর কখনও কি এমনটা আমরা দেখতে চাই? দাদরির ঘটনায় খুব লজ্জা লাগছে। গাঁধীজির স্বপ্নকে সফল করতে আমরাই তো বাধা দিচ্ছি।’’

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ১৬:০০
Share: Save:

দাদরি হত্যাকাণ্ড নিয়ে দিন কয়েক ধরেই উত্তাল হয়েছে উত্তরপ্রদেশ। এ বার ফেসবুকে এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা ফারহান আখতার। তিনি লিখেছেন, ‘‘আমরা এমন ঘটনা আগে দেখিনি। আর কখনও কি এমনটা আমরা দেখতে চাই? দাদরির ঘটনায় খুব লজ্জা লাগছে। গাঁধীজির স্বপ্নকে সফল করতে আমরাই তো বাধা দিচ্ছি।’’

সোমবার রাতে দাদরি পরগনার বিসারায় বাড়িকে গোমাংস রাখার গুজব রটিয়ে মহম্মদ আখলাক নামে এক প্রৌঢ়কে পিটিয়ে খুন করা হয়। গুরুতর জখম হন আখলাকের ছোট ছেলে দানিশও। প্রাথমিক ভাবে দশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় ছ’জনকে। এর পরই রাহুল গাঁধী, অরবিন্দ কেজরীবাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আখলাকের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ‘পলিটিক্যাল সার্কাস’ বলে কটাক্ষ করেছেন ফারহান। অপরাধীদের যত দ্রুত সম্ভব শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE