Advertisement
০৮ ডিসেম্বর ২০২৪
Fawad Khan

দুই বলি অভিনেত্রীকে চুম্বন করতে রাজি হননি! বড় শর্ত দিয়েছিলেন পাকিস্তানের ফাওয়াদ খান

বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু আগেভাগেই বড় শর্ত দিয়ে রেখেছিলেন ফাওয়াদ খান।

Fawad Khan once rejected to kiss two Bollywood actresses on screen

দুই অভিনেত্রীকে চুম্বন করতে রাজি ছিলেন না ফাওয়াদ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৮:১২
Share: Save:

পাকিস্তানের অভিনেতা হলেও এ দেশেও তাঁর অসংখ্য অনুরাগী। শুধু সৌন্দর্য নয়, তাঁর ব্যক্তিত্ব ও অভিনয়েও কুপোকাত অনেকেই। বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু আগেভাগেই বড় শর্ত দিয়ে রেখেছিলেন ফাওয়াদ খান।

‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ও ‘কপূর অ্যান্ড সনস্’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। ‘খুবসুরত’ ছবিতে সোনম কপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন ফাওয়াদ। ২০১৪ সালে মুক্তি পায় সেই ছবি। ফাওয়াদের শর্ত ছিল, পর্দায় কোনও ভাবেই সোনমের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারবেন না।

ফাওয়াদের দাবি ছিল, তাঁর বহু অনুরাগী। পর্দায় চুম্বন করে তাঁদের হতাশ করতে চান না। ফাওয়াদ বলেছিলেন, “আমি অনুরাগীদের অনুভূতিকে শ্রদ্ধা করতে চাই। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমার বহু অনুরাগী হতাশ হয়ে পড়বেন।”

শুধু সোনমকেই নয়, আলিয়া ভট্টকেও পর্দায় চুম্বন করতে রাজি হননি ফাওয়াদ। ২০১৬-র ছবি ‘কপূর অ্যান্ড সন্‌স’ ছবিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া। অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চিত্রনাট্যে একটি উষ্ণ চুম্বনের দৃশ্যে অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও আলিয়ার। কিন্তু রাজি হননি ফাওয়াদ। বদল আনা হয় চিত্রনাট্যে। গভীর চুম্বনের বদলে ফাওয়াদের ঠোঁটে আলতো চুম্বন করেন আলিয়া। যদিও সেই দৃশ্যেও নাকি খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না ফাওয়াদ। তাই আলিয়াও সচেতন ছিলেন।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কা শর্মার বিপরীতে দেখা গিয়েছিল ফাওয়াদকে। তবে সেই ছবিতে তেমন কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়নি পাকিস্তানি অভিনেতাকে।

অন্য বিষয়গুলি:

Fawad Khan Sonam Kapoor Alia Bhatt Anushka Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy