ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান জয়া বচ্চন। তাঁদের কড়া বকুনি দিয়ে আটকান। এ বার রক্তচক্ষু দেখলেন তাঁর দলেরই এক কর্মী। নিজস্বী তোলার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। সে দিকে নজর পড়তেই তাঁর দিকে চোখ পাকিয়ে তাকান জয়া। তার পর জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
এই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে পিছন থেকে, ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। অনেকেই বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদের এই আচরণ মেনে নিতে পারছেন না। এ বার পরিচালক অশোক পণ্ডিতের নিশানায় জয়া বচ্চন।
অশোক এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করেছেন। সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। সমাজমাধ্যমে অশোক লিখেছেন, “একজন সাধারণ মানুষ নিজস্বী তুলতে চেয়েছিলেন মাত্র। সেই জন্য ওঁকে অত জোরে ধাক্কা দিলেন জয়া বচ্চন। গোটা ঘটনাটিই নিন্দনীয়। যাঁরা ওঁকে নির্বাচন করে নিয়ে এসেছেন সংসদে, তাঁদেরই অপমান করছেন। খুবই নিন্দনীয় বিষয়।”
সাধারণ মানুষের জন্যই জনপ্রতিনিধি। তাই সাধারণ মানুষকে তাঁদের সব সময়ে শ্রদ্ধা করা উচিত বলে মনে করেন অশোক পণ্ডিত। তিনি বলেছেন, “একজন জনপ্রতিনিধি কখনওই ২৪ ঘণ্টা এ রকম রেগে থাকতে পারেন না বা এমন রূঢ় আচরণ করতে পারেন না। বড় মাপের শিল্পী, ওঁর থেকে মানুষ সহানুভূতি আশা করেন। এত মানুষ ওঁকে পছন্দ করে এসেছেন এত দিন।”
এর আগে জয়া বচ্চনের উপর ক্ষোভে ফেটে পড়েছিলেন কঙ্গনা রনৌতও। রাজনৈতিক ভাবেও তিনি জয়ার বিরোধী। বর্ষীয়ান অভিনেত্রী সম্পর্কে বিজেপি সাংসদ লেখেন, “এই হল সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। মানুষ ওঁর বোকা বোকা বদমেজাজ সহ্য করেন, শুধুমাত্র ইনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে। ওঁর মাথার এই টুপি দেখতে লাগছে মোরগের ঝুঁটির মতো। আর ঝগড়া করার সময়ে ওকে দেখতে লাগছে মারকুটে মোরগের মতো। কী অপমানজনক এবং লজ্জাজনক!”