Advertisement
E-Paper

ফ্লপ ছবিতে মন ভেঙেছিল কুণালের

ঠিক ১৩ বছর ছবি ফ্লপ করায় মন-মেজাজ ভেঙে গিয়েছিল তাঁর। কিন্তু তার পরও ঘুরে দাঁড়িয়েছেন পরিচালক কুণাল কোহলি। ‘মুঝসে দোস্তি করোগে’ ফ্লপ হওয়ার পর তিনি যে মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন, টুইটারে তা নিজেই জানিয়েছেন কুণাল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০০:০০

ঠিক ১৩ বছর ছবি ফ্লপ করায় মন-মেজাজ ভেঙে গিয়েছিল তাঁর। কিন্তু তার পরও ঘুরে দাঁড়িয়েছেন পরিচালক কুণাল কোহলি। ‘মুঝসে দোস্তি করোগে’ ফ্লপ হওয়ার পর তিনি যে মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন, টুইটারে তা নিজেই জানিয়েছেন কুণাল। হৃতিক রোশন, রানি মুখোপাধ্যায় এবং করিনা কপূর অভিনীত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু কুণালের উপর ভরসা রেখেছিলেন আদিত্য চোপড়া। তার ফলেই ‘হম তুম’-এর মতো বাণিজ্যির ভাবে সফল ছবি তৈরি করতে পেরেছিলেন তিনি। এ জন্য আদিত্যকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন কুণাল। ‘ফনা’, ‘থোড়া পেয়ার, থোড়া ম্যাজিক’, ‘তেরি মেরি কহানি’-র মতো ছবি এর পর কুণাল তৈরি করেছেন। আপাতত অভিনয়ে হাতেখড়ির অপেক্ষায় রয়েছেন তিনি। পরিচালক অজয় ভুইয়াঁর ‘ফির সে’-তে দেখা যাবে কুণালকে।

Kunal Kohli Mujhse Dosti Kaorge Hum Tum Fanaa Thoda Pyaar Thoda Magic Teri Meri Kahaani Phir Se
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy