কতই রঙ্গ দেখি দুনিয়ায়! কেউ কেউ এমনই ভাবছেন ক্যাকটাস কিউটির গল্প শুনে। কেউ আবার খুব আনন্দেই প্রাক্তন মডেল-চিত্রগ্রাহকের সঙ্গে তাল মিলিয়েছেন। ক্যাকটাস নতুন ব্যবসা শুরু করেছেন। অনলাইনে নিজের প্রস্রাব বিক্রি করছেন তিনি। বিভিন্ন মাপের পাত্রে করে বিক্রি হচ্ছে তাঁর প্রস্রাব। ভিন্ন ভিন্ন মূল্যে। যেমন একটি মাপের পাত্রের মূল্য পাঁচ হাজার দুই শত টাকা।
তা ছাড়া নিজের প্রস্রাব করার ভিডিয়ো পোস্ট করেছেন তিনি নেটমাধ্যমে। তাঁর অনুরাগীরা সেই ভিডিয়োর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই ভিডিয়োতে তিনি ১০ মিনিট ধরে প্রস্রাব করে অনুরাগীদের অবাক করে দেন। বিষয়টি তিনি নিজেও উপভোগ করেন।