শহুরে ব্যস্ততাকে ফাঁকি দিয়ে অবসর যাপন রিয়া চক্রবর্তীর। মুম্বই থেকে খানিক দূরে আলিবাগের একটি হলিডে হোমে ছুটি কাটাচ্ছেন বঙ্গতনয়া। সেই ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
রিয়ার পোস্ট করা একাধিক ছবি বলে দিচ্ছে, একটি বিলাসবহুল হলিডে হোম আপাতত তাঁর ঠিকানা। সেখানে একটি বড় পুল রয়েছে। সেই পুলের ধারে যোগাসন করছেন রিয়া। বাগানে ঘেরা সেই হলিডে হোমে রয়েছে একটি বিশালাকার শোওয়ার ঘর। সেই ঘরে রয়েছে গদিওয়ালা বড় খাট। দামি কাঠের আসবাব, সোফা, চেয়ার এবং টেবিল। রিয়ার ঘরের বিশাল জানলায় চোখ রাখলেই দেখা যাবে বাইরের মনোরম দৃশ্য।