Advertisement
E-Paper

ফ্রিডাতে ফিদা হৃতিক

ডা পিন্টোর নাচে মুগ্ধ হৃতিক রোশন। রিচার্ড রেমন্ডের ছবি ‘ডেজার্ট ড্যান্সার’-এ ফ্রিডার অভিনয় আর নাচ হৃতিকের তারিফ কুড়িয়েছে। ছবিতে ফ্রিডা যেভাবে নেচেছেন, তাতে হৃতিক মুগ্ধ। টুইটারে ‘কৃশ’ বলেছেন, ‘ডেজার্ট ড্যান্সার’তাঁর দেখা অন্যতম সেরা ছবি। অবাক করে দেওয়ার মতো পারফর্ম করেছেন ফ্রিডা পিন্টো। অভিনন্দন জানাতে ফ্রিডাকে ফোনও করেছিলেন তিনি। কিন্তু কোনও কারণে ফ্রিডা ফোন না তোলায় কথা হয়নি তাঁদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:০০

ডা পিন্টোর নাচে মুগ্ধ হৃতিক রোশন। রিচার্ড রেমন্ডের ছবি ‘ডেজার্ট ড্যান্সার’-এ ফ্রিডার অভিনয় আর নাচ হৃতিকের তারিফ কুড়িয়েছে। ছবিতে ফ্রিডা যেভাবে নেচেছেন, তাতে হৃতিক মুগ্ধ। টুইটারে ‘কৃশ’ বলেছেন, ‘ডেজার্ট ড্যান্সার’তাঁর দেখা অন্যতম সেরা ছবি। অবাক করে দেওয়ার মতো পারফর্ম করেছেন ফ্রিডা পিন্টো। অভিনন্দন জানাতে ফ্রিডাকে ফোনও করেছিলেন তিনি। কিন্তু কোনও কারণে ফ্রিডা ফোন না তোলায় কথা হয়নি তাঁদের।

‘ডেজার্ট ড্যান্সার’ এক যুবার কাহিনি। যে সব বাধা অতিক্রম করে যে ছন্দের বাঁধনে বেঁধেছে নিজের জীবন। ইরানের আফশিন ঘাফারিয়ান নামে এক যুবকের জীবনের উপর তৈরি ছবিটি। দেশ জুড়ে নাচের উপর রয়েছে নিষেধাজ্ঞার বেড়ি। সেই অবস্থায় আফশিন নিজের স্বপ্নকে কী ভাবে বাস্তবায়িত করেছিল, ‘ডেজার্ট ড্যান্সার’-এ তা দেখানো হয়েছে। ছবিতে ফ্রিডা ছাড়াও অভিনয় করেছেন রিস রিচি, নাজানিন বোনিয়াদি, টম কুলেন, মারামা করলেট এবং সাইমন ক্যাসিয়ানিদেস।

Hrithik Roshan Freida Pinto Richard Raymond Afshin Ghaffarian Desert Dancer Reece Ritchie Nazanin Boniadi Tom Cullen Marama Corlett Simon Kassianides
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy