হাত, পা ও পিঠে অসহ্য যন্ত্রণা। একটানা বসে থেকে পায়ের পেশিতে টান ধরা, উঠতে-বসতে গেলে কোমর-পিঠে ব্যথা খুবই সাধারণ লক্ষণ। তবে চিকিৎসকেরা বলছেন, পায়ে ব্যথা, ফোলা ভাব অথবা ঘন ঘন কালশিটে পড়া, পায়ের যে কোনও অবস্থাই জটিল কোনও অসুখের পূর্বলক্ষণ হতে পারে। অর্থাৎ, পা দেখেও নাকি রোগ বোঝা যায়! তা কী রকম?
বসে থেকে পা ফুলছে, অথবা কাফ মাসলে অসহ্য যন্ত্রণা শুধু পেশির টানের জন্য না-ও হতে পারে। হতেই পারে, বড়সড় কোনও রোগের আগে এমন লক্ষণ দেখা দিচ্ছে। পায়ের কোনও সমস্যাই এড়িয়ে যাওয়ার নয়। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লক্ষণ যদি আগে থেকে দেখে বোঝা যায়, তা হলে বড় বিপদের ঝুঁকি এড়ানোও সম্ভব।
পা দেখে কী কী রোগ বোঝা যায়?
ডায়াবিটিস
রক্তে শর্করার মাত্রা বাড়লে তার কিছু লক্ষণ আগেই বোঝা যায়। যেমন, পায়ের শিরায় টান ধরবে, পা অসাড় হয়ে যাবে, পায়ের পাতায় মাঝেমধ্যেই সাড় থাকবে না। কিছু ক্ষেত্রে পায়ে আলসারও হতে পারে। এই সব লক্ষণকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলে ‘পেরিফেরাল নিউরোপ্যাথি’।
থাইরয়েডের সমস্যা
অনেকেরই ধারণা নেই, থাইরয়েডের কিছু লক্ষণ বোঝা যায় পা দেখেই। পা ফাটার সমস্যা, গোড়ালিতে লালচে ভাব যদি মাঝেমধ্যেই হতে থাকে, তা হলে সেটি ত্বকের সমস্যা নয়। অনেকের আবার পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দেয়। রক্তাল্পতার ক্ষেত্রেও এমন সব উপসর্গ দেখা দিতে থাকে।
আরও পড়ুন:
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের লক্ষণ
পায়ের ধমনী সরু হয়ে গিয়ে যদি পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন না পৌঁছোয়, তখন পায়ে তীব্র যন্ত্রণা হয়। সাধারণত ধমনীতে চর্বি, কোলেস্টেরল জমার কারণেও এমন হতে পারে। তখন হাঁটতে গেলে পায়ে ব্যথা হয়, পেশিতে তীব্র প্রদাহের কারণে সব সময়েই পায়ে যন্ত্রণা, শিরশিরানি ভাব থাকে। মাধেমধ্যেই পায়ের পেশি অসাড় হয়ে যাওয়া, কেটে গেলে সেই ক্ষত শুকোতে দেরি হওয়াও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের লক্ষণ হতে পারে।
ইউরিক অ্যাসিড
পা ফোলা, গোড়ালিতে যন্ত্রণা, কাফ মাসল ফুলে ওঠা ইউরিক অ্যাসিডের লক্ষণ হতে পারে।
লিভারের রোগ
পায়ে চুলকানি, গোড়ালি ফুলে ওঠা এবং পায়ের পাতা ও গোড়ালিতে কালচে ছোপ পড়লে বুঝতে হবে, লিভারের রোগ বাসা বাঁধছে। লিভারের অসুখ হলে অনেক সময়েই শরীরের ধমনীগুলির উপর চাপ সৃষ্টি হয়। ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। বিশেষ করে লিভারে গভীর ক্ষত বা সিরোসিস হলে তখন হাতে-পায়ে জল জমা হতে থাকে। ফলে গোড়ালি ফুলে ওঠে, পায়ের ত্বকে কালচে ছোপ পড়তে থাকে। এই রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে পেরিফেরাল ভাস্কুলার ডিজ়িজ়। এ ক্ষেত্রে ওজন কমে যাওয়া, খিদে কম হওয়া, অতিরিক্ত ক্লান্তির মতো লক্ষণও দেখা দেয়।
ত্বকের ক্যানসার
পায়ের আঙুলের নখে চালচে ছোপ, আঙুলের নীচে কালচে দাগ ত্বকের ক্যানসার বা মেলানোমার লক্ষণ হতে পারে।
কিডনির অসুখ
পায়ের ত্বক শুষ্ক হয়ে ফাটতে থাকা, মাঝেমধ্যেই পায়ে ঘা বা ফোস্কা পড়া কিডনির রোগের লক্ষণ হতে পারে। কিডনি বিকল হতে থাকলে শরীরে অতিরিক্ত জল জমবে, সে কারণে প্রদাহ হবে। পায়ে রক্ত সরবরাহ কমে গিয়ে ফ্যাকাশে ভাব, ক্ষত, কালশিটে পড়া, লালচে র্যাশ বেরোনো কিডনির রোগের পূর্বলক্ষণ হতে পারে।