বলিউড তারকাদের বিয়ে মানেই যেন হইহই ব্যাপার। বিয়ের পোশাক থেকে সাজসজ্জা, সবই যেন রূপকথার মতো। বিয়েতে খরচ নিয়ে তেমন একটা মাথা ঘামান না তারকারা। নায়িকাদের বিয়ের আংটি থেকে মঙ্গলসূত্র নিয়ে বাড়তি উৎসাহ থাকে অনুরাগীদের। বিয়ের দিন অনুষ্কা শর্মার গলায় যে মঙ্গলসূত্রটি পরিয়েছিলেন বিরাট কোহলি, সেটির দাম নাকি ছিল ৫২ লক্ষ টাকা! অবাক হওয়ার কিছু নেই। বেশির ভাগ বলি নায়িকাই বিয়েতে বহুমূল্য মঙ্গলসূত্র পরেছেন। বিয়ের পর কোন নায়িকা গলায় পরেন কত লক্ষ টাকার মঙ্গলসূত্র?
সদ্য প্রয়াত হয়েছেন সঞ্জয় কপূর। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কপূরের সঙ্গে বিয়ে হয় করিশ্মার। বিয়েতে স্ত্রীকে নাকি ১৭ লক্ষ টাকার মঙ্গলসূত্র পরিয়েছিলেন সঞ্জয়। কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন শিল্পা শেট্টি। নিজের কেরিয়ারে চূড়ান্ত ভাবে সফল। রাজ-শিল্পার গ্ল্যামারাস বিয়েতে শিল্পার মঙ্গলসূত্রটিও ছিল বেশ চোখে পড়ার মতোই। ৩০ লক্ষ টাকার মঙ্গলসূত্রের সঙ্গে শিল্পার অনামিকায় সোনা ও হিরে-খচিত ৩ কোটি টাকার আংটি পরিয়েছিলেন রাজ।
বলিউডের অন্যতম চর্চিত বিয়ে, অভিষেক-ঐশ্বর্যের প্রেম পরিণতি পায় ২০০৭ সালে। বিয়ের দিন নীতা লুলার ডিজ়াইন করা সোনালি-হলুদ কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন ঐশ্বর্য। নায়িকার ট্র্যাডিশনাল গয়নার মাঝে নজর কেড়েছিল অভিষেকের দেওয়া মঙ্গলসূত্রটি। দাম নাকি ছিল প্রায় ৪৫ লক্ষ টাকা।
২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু আনন্দ আহুজার সঙ্গে চার হাত এক হয় সোনম কপূরের। মুম্বইয়ের বাংলোতেই পঞ্জাবি মতে বিয়ে সেরেছেন সোনম-আনন্দ। বিয়ের দিন সোনমকে যে মঙ্গলসূত্র পরিয়েছিলেন আনন্দ, তার দাম নাকি ছিল ২৫ লক্ষ টাকা।
সেই বছরের নভেম্বর মাসে ইতালিতে রূপকথার বিয়ে সারেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। বিয়ের আগেই শ্বশুরবাড়ি থেকে বহুমূল্যের হিরের গয়না ও শাড়ি পেয়েছিলেন নায়িকা। বিয়ের দিন রণবীর তাঁকে একটা বড় হিরে-খচিত মঙ্গলসূত্র পরান, যার দাম ২০ লক্ষ।
দীপিকার বিয়ের বছর চারেক পর বিয়ে করেন তাঁর প্রাক্তন প্রেমিক রণবীর কপূর। অভিনেত্রী আলিয়া ভট্টকে বিয়েতে প্রায় ৫০ লক্ষ টাকার মঙ্গলসূত্র দেন অভিনেতা। তাঁর সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে অভিনেত্রী ক্যাটরিনা কইফ। রাজস্থানে রাজকীয় ভাবে বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গায় সাজেন অভিনেত্রী। ৭ লক্ষ টাকার মঙ্গলসূত্র ক্যাটকে দিয়েছিলেন ভিকি।