বিয়ের মাত্র দু’দিন কাটল। মুখোমুখি প্রাক্তন প্রেমিক! এমন অস্বস্তিকর পরিস্থিতিতেই পড়লেন অভিনেত্রী গওহর খান। প্রাক্তন প্রেমিক অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে দেখা মাঝ আকাশে।
২০১৩ সালে ‘বিগ বস ৭’ রিয়্যালিটি শো-তে আলাপ দু’জনের। গভীর বন্ধুত্ব থেকে প্রেম। প্রকাশ্যে তাঁরা পরস্পরকে প্রেম নিবেদনও করেছিলেন। যাকে বলা যায়, ‘সেলিব্রেটেড কাপল’। এর পর ‘খতরোঁ কি খিলাড়ি’-র শো-তেও দু’জনে একসঙ্গেই অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই প্রেমে ভাঙন ধরে যায়। তার পর? বিচ্ছেদ, দূরত্ব।
কে জানত, চার বছর পর দু’জনের দেখা হবে এমন ভাবে? গওহরের হাত থেকে মেহন্দির রং ওঠেনি এখনও। দু’দিন আগেই কোরিয়োগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে নিকাহ্ হল তাঁর। কিন্তু হায় ভাগ্য! বিমানের সিট মিলল প্রায় পাশাপাশি।