সময় বদলেছে। শরীরের যত্নের সঙ্গে সঙ্গে তারকারা এখন মনের দেখভালও করেন একই সঙ্গে। ঠিক যেমনটা করেন অভিনেতা গৌরব চক্রবর্তী। একটা সময় মনের অসুখ নিয়ে কথা বলতে বা সেই চিকিৎসা করতে কুণ্ঠা বোধ করতেন অনেকেই। তাঁরা মানতেও চাইতেন না মনেরও অসুখ হয় বলে। যদিও সেই দৃষ্টিভঙ্গি এখন অনেকটাই বদলেছে। সম্প্রতি আনন্দবাজার ডট কমকে অভিনেতা জানান, তাঁর নাকি বড্ড রাগ। সন্তান জন্মের আগে রীতিমতো থেরাপি নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
টলিপাড়ার অন্যতম শান্ত অভিনেতা। মিতভাষী। কারও সঙ্গে উঁচু স্বরে প্রকাশ্যে কথা বলেননি। যদিও বাস্তব জীবনে গৌরবের রাগ নাকি সাংঘাতিক। সে কথা আগেই জানিয়েছিলেন স্ত্রী ঋদ্ধিমা ঘোষ। এ বার স্ত্রীর কথায় সম্মতি জানালেন গৌরব। অভিনেতা বলেন, ‘‘রাগের উপর কোন আগল ছিল না আমার। তাই ধীরের জন্মের আগে থেরাপি নিয়েছি। রাগ হলে চিৎকার চেঁচামেচি করছি, সেটা একেবারেই কাম্য নয়। সে জন্য থেরাপি। এখন আমি জানি, রাগ কী ভাবে সংযত রাখতে হয়।’’ গৌরব এ-ও জানান, এই ধরনের প্রবৃত্তি হলে অবশ্যই থেরাপি নেওয়া উচিত, মনের অসুখ সারানো নিয়ে ছুতমার্গ রাখা উচিত নয়। তিনি নিজে রাখেননি বলেই আজ ভাল আছেন।
গৌরবের কথায়, ‘‘আসলে রাগের মাথায় কিছু ঘটলে একটা আফসোস থেকে যায়। শুধু তা-ই নয়, মনোবিদের কাছে যাওয়া মানেই পাগল, এমনটা নয়।’’ তাই গৌরব জানান, রাগের বশে কিছু করে ফেলার আগে কারও সাহায্য নেওয়াটা বেশি দরকারি।
তবে শুধু গৌরব নয়, সাম্প্রতিক কালে একাধিক বলিউডের তারকা থেরাপি নেওয়ার কথা স্বীকার করেছেন। তার ফলও যে ভাল পেয়েছেন, সে কথাও জানিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিন্হা জানান, স্বামী জ়াহিরের সঙ্গে প্রেমের তিন বছরের মাথায় টালমাটাল অবস্থা হতে থাকে। তখন তাঁরা দু’জনেই থেরাপি নেন। অভিনেতা-পরিচালক ফারহান আখতার ও তাঁর বর্তমান স্ত্রী শিবানী দান্ডেকর বিয়ের তিন দিন পরেই ‘কাপল থেরাপি’ নেন। অভিনেতা আমির খানও মেয়ে আইরার সঙ্গে গিয়ে থেরাপি নিয়েছেন এবং তার সুফল পেয়েছেন বলেই জানিয়েছেন।