কিছু দিন আগে অভিনেত্রী টুইঙ্কল খন্না এবং কাজলের একটি মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। দুই অভিনেত্রী তাঁদেরই সঞ্চালিত অনুষ্ঠান ‘টু মাচ’-এ জানিয়েছিলেন, সম্পর্কে থাকাকালীন অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া কোনও প্রতারণা নয়। কিন্তু মানসিক ভাবে অন্য কারও সঙ্গে জড়িয়ে পড়লে সেটাকে প্রতারণা বলেই মনে করেন তাঁরা। এই বিষয়ে গৌতমী কপূরকে প্রশ্ন করা হলে কী উত্তর দেন তিনি?
রাম কপূরের সঙ্গে ২১ বছরের দাম্পত্য তাঁর। অভিনেত্রী জানালেন, যে কোনও সম্পর্ক নিয়ে খুব অধিকারবোধ কাজ করে। গৌতমী বলেন, “যে কোনও প্রতারণাই আমার কাছে অন্যায়। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। টুইঙ্কল যেটা বলেছিলেন সেটাও ওর নিজস্ব ভাবনা। সেটাকে আমি সম্মান করি। কিন্তু যে কোনও প্রতারণাকেই আমি প্রতারণা বলেই মনে করি।”
আরও পড়ুন:
কাজল-টুইঙ্কলের সেই অনুষ্ঠানে সে দিন ছিলেন জাহ্নবী কপূর। মূলত তাঁর সঙ্গেই কথা প্রসঙ্গে সম্পর্কে প্রতারণা নিয়ে নিজেদের মত দিয়েছিলেন কাজল-টুইঙ্কল। পাল্টা নিজের মতও দিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী। তিনি স্পষ্ট বলেছিলেন, “শারীরিক ও মানসিক— দুই প্রতারণাই খারাপ জিনিস। এখানে বেশি-কম বিচার করা যায় না।’’ তাতে টুইঙ্কলের বক্তব্য ছিল, জাহ্নবীর বয়স ৫০ হলে তিনিও তাঁদের সঙ্গে একমত হবেন। যদিও জাহ্নবীর নিজের বক্তব্যে অনড় থাকার মনোভাব মন কেড়েছিল দর্শকের। জাহ্নবীর মতো এ বার সেই বিতর্কে কাজল-টুইঙ্কলের পাল্টা নিজের মতামত জানালেন গৌতমীও।