Advertisement
E-Paper

আজ গুগল ডুডলে সের্গেই আইজেনস্টাইনকে শ্রদ্ধার্ঘ

সোভিয়েত ইউনিয়নের লাতভিয়ায় ১৮৯৮ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি। চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ভাষা ‘মন্তাজ’-এর জনক বলা হয় তাঁকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৫:২৫
গুগল ডুডলে সের্গেই আইজেনস্টাইন।

গুগল ডুডলে সের্গেই আইজেনস্টাইন।

গুগল ডুডল আজ সেলিব্রেট করছে ছবি নির্মাতা সের্গেই আইজেনস্টাইনের ১২০তম জন্মবার্ষিকী।

সোভিয়েত ইউনিয়নের লাতভিয়ায় ১৮৯৮ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি। চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ভাষা ‘মন্তাজ’-এর জনক বলা হয় তাঁকে।

শুধু ‘মন্তাজ’-এর সৃষ্টিকর্তাই নন, আইজেনস্টাইন এক জন সফল চিত্রনাট্যকারও ছিলেন। স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। তবে রুশ বিপ্লবের সময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। বাবার সঙ্গে রাজনৈতিক মতাদর্শে বিপরীতধর্মী আইজেনস্টাইন ধীরে ধীরে থিয়েটারের প্রতি আকৃষ্ট হন।

সের্গেই আইজেনস্টাইন। ছবি— সংগৃহীত।

১৯২০ সালে মস্কোয় চলে যান তিনি। সেখানেই শুরু করেন থিয়েটারচর্চা। তাঁর প্রথম ছবি ছিল নির্বাক। ১৯২৮ সালে তাঁর ছবি ‘অক্টোবর’ বিশেষ ভাবে নজর কেড়েছিল। এই ছবির বিষয়বস্তু ছিল ১৯১৭-র অক্টোবর বিপ্লব।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, চিনে বাজিমাত ‘সিক্রেট সুপারস্টার’-এর, দু’দিনে রোজগার ১১০ কোটি

আরও পড়ুন, ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বর্যা

১৯৪৮ সালে মাত্র ৫০ বছর বয়সে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

Sergei Eisenstein Film director Montage Google Doodle সের্গেই আইজেনস্টাইন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy