গোবিন্দ। ছবি: সংগৃহীত।
মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ হন গোবিন্দ। নিজের বন্দুক থেকেই অতর্কিতে গুলি চলে বিপত্তি ঘটে। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউ-তে ভর্তি করাতে হয়। অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বার করা হয়েছে তাঁর। একটু স্থিতিশীল হতেই হাসপাতাল থেকে একটি অডিয়োবার্তা দেন পর্দার ‘হিরো নম্বর ওয়ান’।
মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। সকালে বিমানবন্দরে রওনা দেওয়ার আগে আনুমানিক ভোর ৪.৪৫ মিনিটে অঘটন ঘটে। বছর ষাটেকের এই অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে সেটি দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায়। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে এখন ভাল আছেন তিনি। একটি অডিয়োবার্তা দিয়ে বলেন, “হ্যাঁ, আমার গুলি লেগেছিল। সেই গুলি বার করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদে এখন ভাল আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।” যদিও এখন ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে তাঁকে। গোটা পরিবার রয়েছে তাঁর সঙ্গে। মামাশ্বশুরের এমন অঘটনের খবর পেয়ে ছুটে যান ভাগ্নেবৌ কাশ্মীরা শাহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy