গভীর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গোবিন্দ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৬১ বছরের অভিনেতাকে। এখন তিনি কেমন আছেন? চিকিৎসকেরাই বা কী বললেন? মুখ খুলেছেন গোবিন্দের আপ্তসহায়ক।
মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গোবিন্দ। ফোনে চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু অস্বস্তি থাকায় রাত ১টা নাগাদ তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। গোবিন্দের আপ্তসহায়ক শশী সিন্হা জানান, বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেগুলির রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা।
ঠিক কেমন অস্বস্তি হয়েছিল গোবিন্দের? শশী বলেন, “ওঁর খুব মাথা যন্ত্রণা হচ্ছিল। মাথা ভার হয়ে আসছিল। ঝিমুনি মতোও ছিল ওঁর। তাই স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়েছে গোবিন্দকে।”
চিকিৎসকেরা গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানা গিয়েছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হবে অভিনেতার।
গোবিন্দের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। সোমবারই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সামনে দেখা গিয়েছিল তাঁকে। অসুস্থ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন তিনি। নিজে গাড়ি চালিয়েই বর্ষীয়ান তারকাকে দেখতে গিয়েছিলেন তিনি।
এক বছরের মাথায় এই নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হতে হল গোবিন্দকে। গত বছর অক্টোবর মাসে দুর্ঘটনাবশত নিজেই নিজের পায়ে গুলি চালিয়ে ফেলেছিলেন তিনি। হাঁটুর নীচে লেগেছিল সেই গুলি। এক ঘণ্টার অস্ত্রোপচারে সেই গুলি বার করা হয়েছিল। মুম্বইয়ের জুহুতে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এ বারও সেই একই হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে।