গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। অভিযোগ অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার। তাঁর আরও দাবি, সন্তানদেরও প্রয়োজনেও পাশে থাকেননি গোবিন্দ। গত কয়েক মাস ধরে এই বিতর্ক চলছে। সত্যিই কি গোবিন্দ এমনই? মুখ খুললেন অভিনেতার ভাইপো বিনয় আনন্দ।
কাকা গোবিন্দকে নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সন্তানের পাশে কখনও থাকেননি গোবিন্দ। তাই পুত্র যশবর্ধন আহুজাকে তার বাবাকে অনুসরণ না করার পরামর্শ দিয়েছিলেন সুনীতা। সত্যিই কি পুত্রকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছেন গোবিন্দ? সেই প্রসঙ্গে বিনয় বলেছেন, “আসলে কোনও বাবাই সন্তানদের সঙ্গে এমন করতে পারেন না। কিন্তু সুনীতাজি যখন বলছেন, তখন বিষয়টি সত্যিই ভেবে দেখা উচিত।”
বিনয় জানান, তিনি গোবিন্দের থেকে জীবনে অনেক কিছু শিখেছেন। জীবনের কঠিন মুহূর্তে কী ভাবে চলতে হয় সেই শিক্ষা দিয়েছিলেন অভিনেতা। বিনয়ের কথায়, “গোবিন্দজি আমাকে একটা বিষয় সব সময়ে শিখিয়েছেন। সেটা হল— সব কিছু সময়ের উপরে নির্ভর করে। পরিস্থিতি ও সময় সহায় থাকলে একটা মানুষকে খুব ভাল মনে হতে পারে। আবার পরিস্থিতির জন্যই তাকে খারাপও মনে হতে পারে।”
আরও পড়ুন:
গোবিন্দ নিজে বহু খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। তাই তিনি একসময় বিনয়কে বলেছিলেন, “আমি বহু কঠিন পরিস্থিতি দেখেছি জীবনে। এই সব পরিস্থিতিতে শক্তিশালী ব্যক্তিত্বেরাও দুর্বল হয়ে পড়েন। আমার কর্মজীবনে এই জন্যই টানা পাঁচ বছরের বিরতি এসেছিল।” গোবিন্দের বাড়িতেই বড় হয়েছেন বিনয়। তাই তাঁদের মঙ্গল কামনা করেন তিনি। তাঁর কথায়, “আমার কাকা আমার বাবার মতোই। আর কাকিমা মায়ের মতো করেই আমাকে বড় করেছেন। তাই ওঁদের কখনওই কোনও খারাপ আমি চাইতেই পারি না।”
সম্প্রতি গোবিন্দ দাবি করেছেন, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই প্রসঙ্গে বিনয়ের বক্তব্য, “নিশ্চয়ই কোনও কারণ আছে বলেই তিনি এমন বলছেন। উনি রাজনীতিতেও এসেছেন। রাজনীতিতে বিরোধী দলের মানুষ বিপক্ষে থাকবেই। প্রচারের আলোয় থাকলে মানুষ ক্ষতি করার চেষ্টা করবেই।”