বক্সঅফিসে থামছে না ‘ধুরন্ধর’ ঝড়। আদিত্য ধর পরিচালিত এই ছবি একসঙ্গে বেশ কয়েকটি নজির গড়েছে। প্রশংসিত হয়েছেন অভিনেতারা। বিশেষত অক্ষয় খন্না ও রণবীর সিংহের অভিনয়ে মুগ্ধ দর্শক। ২০২৬-এর মার্চে মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় ভাগ। এই ছবিতে নাকি বলিউডের আরও এক তারকা চমক দেবেন।
‘ধুরন্ধর’ ছবির প্রথম ভাগে অক্ষয় খন্না অভিনীত চরিত্র রেহমান বালোচের মৃত্যু হয়েছে। তাই প্রশ্ন উঠেছিল, দ্বিতীয় ভাগে কি দেখা যাবে না অক্ষয়কে? কিন্তু জানা গিয়েছে, বেশ কয়েকটি ‘ফ্ল্যাশব্যাক’ দৃশ্যে ফিরে আসবে রেহমান বালোচ। কিন্তু, চমক অন্য জায়গায়। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর ২’-তে নাকি আগমন হচ্ছে ভিকি কৌশলেরও। আদিত্য ধর নাকি ‘ধুরন্ধর’ ইউনিভার্স তৈরি করবেন বলেও শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
ভিকি কি কোনও ক্যামিয়ো চরিত্রে দেখা দেবেন? বলিউডের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুধুই এক ক্যামিয়ো চরিত্রে তাঁকে দেখা যাবে, এমন নয়। আদিত্য ধরের ছবি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে মেজর বিহান শেরগিলের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ভিকি। সেই চরিত্রের সঙ্গেই কি কোনও যোগ তৈরি হবে ‘ধুরন্ধর ২’-তে? এক সূত্রের কথায়, “‘ধুরন্ধর ২’তে কোন তারকাদের নেবেন, সেই ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন আদিত্য ধর। তবে পরিচালক ‘ধুরন্ধর’ ইউনিভার্স তৈরি করার পরিকল্পনা করছেন এবং ‘উরি’ থেকে অন্য গল্পগুলিকে মসৃণভাবে এক সুতোয় গেঁথেছেন। ভিকির চরিত্রটি ২০১৬ সালের। তাই ভিন্ন সময়কাল দেখানো হবে বলে জানা যাচ্ছে। সেই জন্য রণবীর ও ভিকির একসঙ্গে কোনও দৃশ্য থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।”
ভিকির বেশ কিছু লড়াইয়ের দৃশ্য থাকবে এই ছবিতে। এমনই জানা যাচ্ছে। অভিনেতা নাকি গত বছরেই তাঁর অংশের শুটিং সেরে ফেলেছেন। ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার আগেই শুটিং সেরেছিলেন তিনি। সূত্র জানিয়েছেন, আদিত্যের অন্যতম প্রিয় অভিনেতা ভিকি। তাই দ্বিতীয় ভাগের ছবিতে তাঁকে নিয়ে আসার পরিকল্পনা আগেই ছিল।