বিতর্ক পিছু ছাড়ছে না এআর রহমানের। এ বার সুরকারকে খোঁচা দিলেন সঙ্গীতশিল্পী অনুপ জলোটা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন, গত আট বছরে তিনি বেশ কিছু কাজ হারিয়েছেন। তাঁর বক্তব্য, সম্ভবত ধর্মীয় বিভাজনের কারণেই এমন হয়েছে। যদিও তাঁর মুখের উপর কেউ কিছু বলেননি।
এই মন্তব্যের পর থেকে কটাক্ষের শিকার সুরকার। বলিউডের অনেকেই ইতিমধ্যেই এই প্রসঙ্গে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। অনুপ জলোটাও ব্যঙ্গের সুরেই খোঁচা দিলেন রহমানকে।
হিন্দু পরিবারে জন্ম হয়েছিল এআর রহমানের। তখন তাঁর নাম ছিল দিলীপ কুমার রাজাগোপাল। ২৩ বছর বয়সে ধর্ম পরিবর্তন করেন সুরকার। নতুন নামকরণ হয়— আল্লা রাখা রহমান। অনুপ জলোটার ‘পরামর্শ’, ফের ধর্ম পরিবর্তন করুন সুরকার। একটি ভিডিয়োবার্তার মাধ্যমে ভজন সঙ্গীতশিল্পী বলেছেন, “সঙ্গীত পরিচালক এআর রহমান আগে হিন্দু ছিলেন। পরে তিনি ভিন্ধর্ম গ্রহণ করেন। এর পরে তিনি বহু কাজ করেছেন, অনেক নামও করেছেন। মানুষের মনে জায়গা তৈরি করেছেন। কিন্তু ওঁর যদি মনে হয়, আমাদের দেশে ভিন্ধর্মী হওয়ার কারণে উনি কাজ পাচ্ছেন না, তাহলে ওঁর ফের হিন্দুধর্ম গ্রহণ করা উচিত।”
আরও পড়ুন:
অনুপ জলোটার এই মন্তব্য ছড়িয়ে পড়ে মুহূর্তে। সেই ভিডিয়োয় বর্ষীয়ান গায়ক আরও বলেন, “ফের ধর্ম পরিবর্তন করলে আবার ছবিতে কাজ পাবেন, এটা ওঁকে মন থেকে বিশ্বাস করতে হবে। এটাই হয়তো উনি বলতে চেয়েছেন। তাই আমার পরামর্শ, ফের ধর্ম পরিবর্তন করে দেখুন বেশি কাজ পান কি না।”
ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন এআর রহমান। তাঁর বক্তব্য, তিনি সঙ্গীতের মাধ্যমে সবসময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।