Advertisement
E-Paper

ভারতে নিষিদ্ধ! অহমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে কেমন প্রতিক্রিয়া পাকিস্তানের নায়িকাদের?

হানিয়া আমির, মাওরা হোসেন ও মাহিরা খানের মতো অভিনেত্রীদের সমাজমাধ্যমের উপরেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে কী বললেন তাঁরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৫:৪৫
Hania Aamir, Mahira Khan and Mawra Hocane reacted to Ahmedabad plane crash

ভারতে নিষিদ্ধ মাহিরা খান, হানিয়া আমির ও মাওরা হোসেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানি শিল্পীরা। হানিয়া আমির, মাওরা হোসেন ও মাহিরা খানের মতো অভিনেত্রীদের সমাজমাধ্যমের উপরেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। তিন অভিনেত্রীই ভারতে কাজ করেছেন। রয়েছে অসংখ্য অনুরাগী। অহমদাবাদের বিমান দুর্ঘটনায় কী বললেন তিন পাকিস্তানি অভিনেত্রী?

শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন মাহিরা। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পরে ছবির সমস্ত পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু বিধ্বংসী বিমান দুর্ঘটনা দেখে চুপ থাকেননি অভিনেত্রী। তিনি লিখেছেন, “ভারতের বিমান দুর্ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত। খুবই দুঃখজনক ঘটনা। এই বড় ক্ষতিতে যাঁরা কাছের মানুষদের হারালেন, তাঁদের প্রতি সমবেদনা রইল।”

হর্ষবর্ধন রানের সঙ্গে ‘সনম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন। পহেলগাঁও কাণ্ডের পরে স্থির হয়ে গিয়েছে, ছবির সিকুয়েলে তিনি থাকছেন না। সেই মাওরার প্রতিক্রিয়া, “বিমান দুর্ঘটনার খবরটা সাংঘাতিক। অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে। ওঁদের প্রিয়জনদের মনের অবস্থা কল্পনাও করতে পারছি না।”

হানিয়া আমির সম্প্রতি অভিনয় করেছেন দিলজিৎ দোসঞ্জের ‘সর্দারজি ৩’ ছবিতে। এই ছবি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হানিয়া অভিনয় করায় ভারতে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে। অহমদাবাদের ঘটনা নিয়ে সেই হানিয়াও দুঃখপ্রকাশ করেছেন।

উল্লেখ্য, পহেলগাঁও ঘটনার পর থেকেই ভারতে এই অভিনেত্রীদের নিষিদ্ধ করার দাবি উঠেছিল। ভারতের অপারেশন সিঁদুর অভিযানের সমালোচনা করেছিলেন এঁরা। তার পরেই এই দেশে এঁদের সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়।

Mahira Khan Hania Aamir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy