হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য তথ্যপ্রমাণ জোগাড় করছে মার্কিন পুলিশ। স্বস্তিতে নেই অভিনেতা কেভিন স্পেসি-ও। তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছে। নতুন করে তিনটি অভিযোগও এসেছে।
অক্টোবরের গোড়া থেকে শুরু করে এখনও অবধি প্রায় একশো জন মহিলা মুখ খুলেছেন হার্ভের বিরুদ্ধে। যৌন নিগ্রহ থেকে ধর্ষণ, সব রকম অভিযোগই রয়েছে তাঁর নামে। লন্ডন, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ আলাদা আলাদা ভাবে তদন্তে নেমেছে। এর মধ্যে অভিনেত্রী পাজ দে লা হুয়ের্তা-র অভিযোগটি বিশেষ ভাবে খতিয়ে দেখছে নিউ ইয়র্ক পুলিশ। পাজের দাবি, ২০১০ সালে তাঁকে দু’দু’বার ধর্ষণ করেছিলেন হার্ভে। পুলিশের বক্তব্য, পাজের বয়ান খুবই বিশদ এবং বিশ্বাসযোগ্য।
যেহেতু অভিযোগগুলো পুরনো, তাই গ্রেফতার করার মতো তথ্যপ্রমাণ পাওয়া মুশকিল। কিন্তু পাজের বয়ান তাদের অনেকটাই সাহায্য করতে পারবে বলে আশাবাদী পুলিশ।
নিউ ইয়র্ক পুলিশের শীর্ষ গোয়েন্দা রবার্ট বয়েস বলেন, ‘‘হার্ভে যদি নিউ ইয়র্কে থাকতেন আর অভিযোগ যদি টাটকা হতো, তা হলে এখনই তাঁকে গ্রেফতার করা হতো। কিন্তু সাত বছরের পুরনো ঘটনার জন্য প্রমাণ জোগাড় করতে হবে। আটঘাট বেঁধেই এগোচ্ছে পুলিশ।’’