Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩

Shamita Shetty-Raqesh Bapat: বিচ্ছেদ হয়ে গেল শমিতা-রাকেশের? কী বললেন শিল্পার বোন?

২০১৯ সালে অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে রাকেশের বিবাহ-বিচ্ছেদ হয়। আট বছরের দাম্পত্যে ইতি টেনে দু’জনেই বিবৃতি জারি করেছিলেন। ‘বিগ বস’-এর পরে তাই মনে করা হয়, রাকেশ তাঁর জীবন নতুন করে শুরু করতে চাইছেন। সঙ্গী হিসেবে শমিতাকেই তাঁর পছন্দ বলে ধারণা হয় অনুরাগীদের।

রাকেশ এবং শমিতা

রাকেশ এবং শমিতা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ২১:৫৮
Share: Save:

বিচ্ছেদ হয়ে গেল রাকেশ বাপট এবং শমিতা শেট্টির? ‘বিগ বস ওটিটি’-এর ঘরের প্রেম মিলিয়ে গেল বাস্তব জগতে? উত্তর দিলেন শিল্পী শেট্টির বোন শমিতা।

মুম্বইয়ের টেলিপাড়ার গুঞ্জন ছিল, তাঁরা বিয়ে করতে চলেছেন। দুই পরিবারে কথাবার্তাও চলছে। যদিও ‘বিগ বস’-এর শেষ সিজনে শমিতা তাঁর এক সহ-প্রতিযোগীকে জানিয়েছিলেন, তিনি বিয়ে করতে চান, কিন্তু পাত্রের খোঁজ নেই।

এ দিকে ‘বিগ বস ওটিটি’-তে রাকেশ এবং শমিতার প্রেম যে অনুষ্ঠানের পরেও গড়িয়েছে, তা কে না জানে। তাই নিশান্ত প্রশ্ন করেছিলেন, ‘‘কেন, রাকেশই তো আছে।’’ শমিতার উত্তর, ‘‘তেমন ভাবে চিনি না রাকেশকে। কেবল অনুষ্ঠানেই সময়ে কাটিয়েছি আমরা।’’

২০১৯ সালে অভিনেত্রী ঋদ্ধি ডোগরার সঙ্গে রাকেশের বিবাহ-বিচ্ছেদ হয়। আট বছরের দাম্পত্যে ইতি টেনে দু’জনেই বিবৃতি জারি করেছিলেন। ‘বিগ বস’-এর পরে তাই মনে করা হয়, রাকেশ তাঁর জীবন নতুন করে শুরু করতে চাইছেন। সঙ্গী হিসেবে শমিতাকেই তাঁর পছন্দ বলে ধারণা হয় অনুরাগীদের।

কিন্তু শোনা গেল, তাঁদের মধ্যে বনিবনা হচ্ছে না। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

এই খবর রটে যাওয়ার পরেই শমিতা অবশ্য সমস্ত জল্পনায় জল ঢেলে দেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে যা গুজব শুনবেন, তাতে কান দেবেন না। কোনও সত্য়তা নেই। সকলকে ভালবাসা জানাই।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE