Advertisement
০২ মে ২০২৪
Entertainment News

‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অনুপমকে দেখেছেন কি?

চলতি মাসের গোড়াতেই এই ফিল্মের ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়েছে। তাতেই আগ্রহ বেড়েছে অনেকের। দিন দুয়েক আগে অটলবিহারী বাজপেয়ী এবং স্ত্রী গুরশরণ কউরের সঙ্গেও দেখা গিয়েছিল মনমোহনকে।

অনুমপ খের। —ফাইল চিত্র।

অনুমপ খের। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ২০:৪৩
Share: Save:

ইনস্টাগ্রামে ছবিটা বেশ ঘোরাফেরা করছে। এক ঝলক দেখলে মনে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কথোপকথনে ব্যস্ত। ফের এক বার দেখলে তার পর ভুলটা ভাঙে। আসলে মনমোহন নন। তাঁর চরিত্র ফুটিয়ে তুলেছেন অনুপম খের। সঙ্গে রয়েছেন প্রিয়ঙ্কা এবং রাহুল গাঁধীও। থুড়ি, আহানা কুমরা আর অর্জুন মাথুর। সম্প্রতি এই ছবিই টুইটারে শেয়ার করেছেন অনুপম।

বছর চারেক আগে মনমোহনের জীবনের উপর একটি বই লিখে বেশ হইচই ফেলে দিয়েছিলেন সঞ্জয় বারু। রাজনীতির অন্দরমহলে ঘোরাফেরা করা সঞ্জয়ের বইয়ের নামের মতোই এই ফিল্মের নাম, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। বইয়ে মনমোহনের এক সময়কার মিডিয়া পরামর্শদাতা সঞ্জয়ের দাবি ছিল, প্রধানমন্ত্রী হলেও সনিয়া গাঁধীর আজ্ঞাবহ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। যা নিয়ে বেশ জলঘোলাও হয়েছিল। এ বার সেই বইয়ের পাতা থেকেই চরিত্রেরা উঠে আসবেন বড় পর্দায়। সঞ্জয়ের চরিত্রে বহু দিন পর দেখা যাবে অক্ষয় খন্নাকে।

চলতি মাসের গোড়াতেই এই ফিল্মের ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়েছে। তাতেই আগ্রহ বেড়েছে অনেকের। দিন দুয়েক আগে অটলবিহারী বাজপেয়ী এবং স্ত্রী গুরশরণ কউরের সঙ্গেও দেখা গিয়েছিল মনমোহনকে। বরং বলা ভাল, অটলের ভূমিকায় রামঅবতার ভরদ্বাজের সঙ্গে বেশ হাসিমুখে গল্পের ছলে পোজ দিয়েছিলেন অনুপম। আবার দিব্যা শেঠকে পাশে পেয়েছেন গুরশরণ হিসেবে। এ সব ছবি এক এক করে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এ বার অনুপমের সৌজন্যে দেখা মিলল রাহুল আর প্রিয়ঙ্কা গাঁধী বঢরারও।

নিজের টুইটার হ্যান্ডেলে সকলের পরিচয়ও করিয়ে দিয়েছেন অনুপম। বলিউডের পরিচিত মুখ অর্জুনকে অনেকেই দেখেছেন ‘মাই নেম ইজ খান’, ‘লাক বাই চান্স’, ‘বেগম জান’-এ। তবে আহানাকে দেখে চমকে যেতে হয়। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-র লীলার একেবারে ভোলবদল। প্রিয়ঙ্কার রোল পেয়ে যারপরনাই উত্তেজিত আহানা বলেন, “লুকটা একেবারে ঠিকঠাক করাটা খুবই জরুরি। কারণ, এই ফিল্মের অনেক চরিত্রই তো সত্যিকারের মানুষদের নিয়ে করা।”

বিজয় রত্নাকর গুট্টের এটাই প্রথম ফিল্ম। ফিল্মে সনিয়া গাঁধীর জন্য বেছেছেন সুজান বার্নাটকে। আদতে জার্মান হলেও সুজান অনর্গল কথা বলতে পারেন ফরাসি, স্প্যানিস, ইতালিয়ান, মরাঠি,ইংরেজি, হিন্দি ও বাংলাতে। ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’-এর মতো ফিল্ম ছাড়াও দেশীয় টেলিভিশনে বেশ কয়েকটা সিরিয়ালে দেখা গিয়েছে সুজানকে। আর অনুমপ খের? এই ফিল্মের মধ্যমণি বলেন, “অভিনেতা হিসেবে মনমোহন সিংহকে ফুটিয়ে তোলাটাই খুবই চ্যালেঞ্জিং। আজকালকার মিডিয়ার যুগে তাঁর ব্যক্তিত্বের খুঁটিনাটি সব কিছুই সকলে জানে।” কী ভাবে এই ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন? অনুপমের কথায়: “গত কয়েক মাস ধরেই এই চরিত্র ডুবে রয়েছি। তবে সেই চেষ্টাটাই সিনেমার পর্দায় তা ফুটিয়ে তোলাটাই হবে আসল কথা।”

সে দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। তবে আপাতত অপেক্ষা ২১ ডিসেম্বরের। সব ঠিকঠাক থাকলে সে দিনই সকলের সঙ্গে দেখা করবেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অনুপম খের!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE