বুধবার রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা জীতু কমল। চিন্তিত তাঁর অনুরাগীরা। এখন কেমন আছেন তিনি? সূত্র বলছে, আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কিন্তু জ্বর এখনও কমেনি। ফলে অভিনেতার অবস্থা নিয়ে চিন্তা কাটছে না এখনই। বুধবার শুটিং সেটে আচমকা অসুস্থ হয়ে পড়েন জীতু।
ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। হঠাৎই বুকে চাপ অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্র বলছে, সেই সময় কাঁপুনি দিয়ে জ্বরও এসেছিল অভিনেতার। শুটিং করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান জীতু। সঙ্গে বুকে ব্যথাও শুরু হয়। কিন্তু এখনও পর্যন্ত সাংঘাতিক কিছু ধরা পড়েনি।
মধ্যরাতে বুকের এক্স-রে করা হয় অভিনেতার। তার পর সকালে নাকি আলট্রাসোনোগ্রাফিও করা হয়েছে। কিন্তু সঠিক ভাবে চিকিৎসকেরা এখনও জানাননি যে কী হয়েছে নায়কের। ইতিমধ্যেই চিন্তাপ্রকাশ করেছেন অভিনেতার সহ-অভিনেতারা। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘চিরদিনই তুমি যে আামার’ ধারাবাহিকে। সেখানে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে তাঁকে।
জীতুর অসুস্থতার খবর পেয়ে দিতিপ্রিয়া সমাজমাধ্যমে লেখেন, “প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও দুশ্চিন্তা প্রকাশ করেছেন জীতুর জন্য। তাঁকে দর্শক দেখছে কিঙ্কর চরিত্রে। জীতুর বন্ধু হিসাবেই দেখানো হচ্ছে তাঁকে। অভ্রজিৎ লেখেন, “তোর যা কাজের চাপ, তাতে একটু-আধটু শরীর খারাপ হতেই পারে। মহাদেব আছেন তো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফের ভাই ।” জীতুর কী হয়েছে? পরীক্ষার রিপোর্ট জানার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
সবার চিন্তা দূর করতে হাসপাতাল থেকেই বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি মনে করেন, সমাজে তাঁর এতটাও অবদান নেই, সবাই তাঁর জন্য যতটা ভাবছেন। তবে নিজেদের প্রযোজকদের কাছে অভিনেতা ক্ষমা চান। কারণ, জীতুর মনে করেন, তাঁর অসুস্থতার কারণে অনেকটাই ক্ষতি হয়েছে ধারাবাহিক এবং সিনেমার প্রযোজকের।