হাফ সে়ঞ্চুরি হাঁকানো তিন খানের রাজত্বে গোটা বলিউড যখন খান খান, তখন বাকিরাই বা বাদ যাবেন কেন? হোক না বয়সের গন্ডি পার, নায়কত্বে অসুবিধা কোথায়? তাই ফিফটি আপ নয়কদের বাজার দখলের দৌড়ে নেমে পড়েছেন অনেকেই। এদেরই একজন গোবিন্দা। বলিউড অভিনেতাদের ভিড়ে এক নম্বর না হলেও নব্বইয়ের দশকে গোবিন্দার বেশির ভাগ সিনেমার পাশেই ছিল 'নম্বর ওয়ান'। ৫৩ বছর বয়সী গোবিন্দার নতুন ছবি 'আ গ্যায়া হিরো'। আর এই খবর প্রথম যিনি জানালেন তিনি আর কেউ নন, গোবিন্দারই 'পার্টনার'। সলমন খান টুইটারে এই ছবির ট্রেলারের লিঙ্ক শেয়ার করেছেন।
'আ গ্যায়া হিরো'-র ট্রেলারের লিঙ্ক শেয়ার করে সলমন টুইটারে লিখেছেন— 'আ গ্যায়া মেরা হিরো।'
আর বন্ধুর এই শেয়ারে বেজায় খুশি গোবিন্দাও একটি ছবি পোস্ট করে ফেলেছেন। ছবিটি অনেক দিনের পুরনো। বলিউডে তখন সবে হাতেখড়ি হয়েছে সলমনের। গোবিন্দা লিখেছেন, “কিছু বন্ধুত্ব আর কিছু সম্পর্ক চিরকালের জন্য স্থায়ী হয়।”
কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই দুই পার্টনারের সম্পর্কে নাকি চিড় ধরেছে। টুইটারে সলমনের নামে বেফাঁস মন্তব্যও করে ফেলেছিলেন গোবিন্দা। কিন্তু সেই বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে গোবিন্দার সিনেমার ট্রেলার নিয়ে হাজির স্বয়ং সলমন। ছবিতে গোবিন্দা একজন পুলিশ অফিসার। আগামী বছর ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। এখন দেখে নেওয়ার এই ইনিংসে গোবিন্দা পুরনো ছন্দে ফিরে বাজিমাৎ করতে পারেন কি না?
দেখুন ভিডিও-
আরও পড়ুন: আনন্দ থেকে বিষাদ, ভাল থেকে মন্দ, কোথায় কী হল
আরও পড়ুন: মেয়েকে ফারহানের বাড়ি থেকে জোর করে বের করে আনলেন শক্তি কপূর!