অগস্ট মাসে স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বাংলাদেশি ইউটিউবার হিরো আলম। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা ফাঁস করেন তিনি। দেড় মাস যেতে না যেতেই সুর বদলালেন আলম। ঝগড়াবিবাদ ভুলে আবার এক হয়েছেন তাঁরা। এর মধ্যে একসঙ্গে নতুন কাজও শুরু করলেন দম্পতি।
ব্যক্তিগত সমস্যার জন্য অনেক দিন একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। ফের পর্দায় ফিরছেন দম্পতি। আলম বলেন, “রিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। একসঙ্গে কাজ করতে গিয়ে সেই দূরত্ব অনেকটাই কমেছে। তাই এই নতুন কাজ আমার জন্য আরও বিশেষ।” রিয়ার সঙ্গে সমস্যার জন্য এক বার অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি।
তখন আনন্দবাজার ডট কম-কে তিনি বলেছিলেন, “আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। আগের থেকে অনেকটাই ভাল আছি। স্ত্রীর সঙ্গে ঝামেলার জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম।” বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর তখনই জানিয়েছিলেন, আশা করছেন খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। তিনি যোগ করেন, “আমার সঙ্গে ঝগড়া করে অন্য একজনের সঙ্গে চলে গিয়েছিল শুটিং করতে। কিন্তু এখন রাগ কমেছে। কিছু দিন আলাদা ছিলাম আমরা। এখন আবার একসঙ্গে থাকব।”