Advertisement
E-Paper

হিনার কোন খারাপ অভ্যাসে অতিষ্ঠ স্বামী রকি, পাল্টা কোন অভিযোগ করলেন অভিনেত্রী?

হিনা সবসময় বলে এসেছেন তাঁর দীর্ঘ যন্ত্রণা, ঘুমহীন রাতে যত্ন নিয়েছেন রকিই। তাঁর স্বপ্নের রাজপুত্র এই রকিই। কিন্তু রাজপুত্র হলেই যে নিখুঁত হবে তেমন কথা কেউ দেয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ২১:৩১
হিনাকে নিয়ে কী বললেন স্বামী রকি?

হিনাকে নিয়ে কী বললেন স্বামী রকি? ছবি: সংগৃহীত।

গত বছরের শেষ দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী হিনা খান। যদিও সে রোগ কোনও ভাবেই দমিয়ে রাখতে পারছে না হিনাকে। অসুস্থতাকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। কেমোথেরাপি চলাকালীন যন্ত্রণার কথা একাধিক বার সমাজমাধ্যমে তুলে ধরেছেন।

তবে সব যন্ত্রণার মাঝেও কাজ করে যাচ্ছেন। চিকিৎসা চলার মাস কয়েক যেতে না যেতেই দীর্ঘদিনের প্রেমিক রকি জসওয়ালের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী। যদিও তাঁর এই বিয়ে নিয়েও নানা কথা উঠেছে। কিন্তু হিনা বরাবর বলে এসেছেন তাঁর দীর্ঘ যন্ত্রণা, ঘুমহীন রাতে যত্ন নিয়েছেন রকিই। তাঁর স্বপ্নের রাজপুত্র এই রকিই। কিন্তু রাজপুত্র হলেই যে নিখুঁত হবে তেমন কথা কেউ দেয়নি। প্রশংসা অনেকে করেছেন। কিন্তু এ বার একে অপরের বদভ্যাসের কথা তুলে ধরলেন।

বিয়ের মাস খানেকের মধ্যেই ‘পতি পত্নী ও পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোয়ে যোগ দিয়েছেন হিনা। নাম শুনেই বোঝা যাচ্ছে স্বামী-স্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে জুটিতে রয়েছেন তারকা দম্পতি। হিনা বিয়ের মাস খানেকের মধ্যেই রিয়্যালিটি শোয়ে আসছেন। এ বার সেটা দেখেই অনেকেই বলাবলি শুরু করেছেন, এই শোয়ের জন্যই নাকি বিয়ে করেছেন হিনা। যদিও এ সব বিষয়ে কান দিতে নারাজ হিনা। কারণ ভীষণরকম ভালবাসায় রয়েছেন তাঁরা। নিজের শরীরের ক্ষত নিয়ে হিনার চোখ ভিজলে মুছিয়ে দেন রকি। প্রতি জন্মে স্ত্রী হিসেবে তাঁকেই চান। যদিও স্ত্রী যে খুব একটা লক্ষ্মীমন্ত এমন নয় বরং রকি বলেন, ‘‘আমার স্ত্রী পাদবন্ত।’’ শোনামাত্র চোখ গোল হিনার। আসলে স্বামীর একটা বদভ্যাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘সব ঠিক আছে। ভালবাসে, আমার কথা শুনে চলে। কিন্তু মুখের কাছে এসে বড্ড ঢেঁকুড় তোলে।’’ হিনার কথা শোনামাত্রই রকি বলেন, ‘‘আমি তো শরীরের ঊর্ধাঙ্গ দিয়ে কাজ করি। আর ও যা বাতকর্ম করে তা বলার নয়।’’ স্বামীর প্রকাশ্যে এমন গোপন কথা ফাঁস করে দেওয়ায় লাজে রাঙা অভিনেত্রী।

Hina Khan Hina Khan Relationship TV Actress Hindi Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy