স্বামীর মঙ্গলকামনায় সধবা নারীরা করবা চৌথের ব্রত পালন করেন। সারাদিন উপোস করে রাতে চাঁদের সঙ্গে স্বামীর মুখ দেখা। তার পর স্বামীর হাতে জল খেয়ে উপোসভঙ্গ হয়। স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন স্ত্রী। এই চলতি নিয়ম ভাঙলেন অভিনেত্রী হিনা খানের স্বামী রকি জসওয়াল। স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে নিলেন আশীর্বাদ।
আরও পড়ুন:
মাস তিনেক হল বিয়ে করেছেন হিনা। এটা তাঁর প্রথম করবা চৌথ। স্বামীর বাড়ির নিয়ম পালন করছেন অভিনেত্রী। লাল চুড়িদার, সিঁথিভর্তি সিঁদুর, কপালে লাল টিপ, কানে বড় ঝুমকো— এ দিনে একেবারে লালে রাঙা হলেন হিনা। গত বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। খানিক সেরে উঠতেই সারেন বিয়ে। তাঁর জীবনের প্রতিটা মুহূর্তেই রকি যোগ্য সঙ্গত দিয়েছেন, সে কথা বার বার জানিয়েছেন হিনা। রকি মতো জীবনসঙ্গী যে কোনও মেয়ের প্রাপ্য, মত হিনার। এ বার রকির মুখে হিনার স্তুতি। হিনার পা ছুঁয়ে প্রণাম করার ছবি দিয়ে জানান, হিনাই তাঁর কাছে দেবী। রকির কথায়, ‘‘এই পৃথিবী যেমন শিব ও শক্তি দ্বারা চালিত, তেমনই আমার জীবন ঠিক সেই দিন থেকে পরিপূর্ণ হয়েছে, যে দিন থেকে তুমি আমাকে আমার মতো করে গ্রহণ করেছ। তুমি আমার জীবনের দেবী। আমার অস্তিত্ব। তোমার পায়ের তলায় আমার শান্তি ও সুখ।’’ এই মুহূর্তে হিনা ও রকিকে দেখা যাচ্ছে ‘পতি-পত্নী ঔর পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি অনুষ্ঠানে।