সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক পাণ্ড্য। শুক্রবার মাহিকা শর্মার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। এর পর মাহিকার সঙ্গে সমু্দ্রসৈকতে দাঁড়িয়ে ছবি ভাগ করে নেন হার্দিক। নাতাশার স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই হার্দিকের একাধিক নারীসঙ্গের কথা শোনা যায়। অনেকেই মনে করছেন, মাহিকার সঙ্গে থিতু হয়েছেন হার্দিক, সেই ছবি দেখে পাল্টা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নাতাশা!
আরও পড়ুন:
একসময় হার্দিকের অনুরাগীরা আক্রমণ করেছিলেন নাতাশাকে। তাঁদের দাবি ছিল, সম্পর্কে প্রতারণা করেছেন নাতাশা। তবে বিষয়টা নাকি আসলে ঠিক উল্টো। অনেকেই এখন নাতাশার কাছে ক্ষমা চাইছেন। কেউ কেউ আবার তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে হার্দিক যখন মাহিকাতে মজে, সেই সময় একাকী মায়ের দায়িত্ব পালন করছেন নাতাশা। মাহিকার সঙ্গে হার্দিক ছবি পোস্ট করার কিছু ক্ষণের মধ্যেই নাতাশা নিজের নিত্যনৈমিত্তিক জীবনের একগুচ্ছ ছবি দেন। কোনও ক্যাপশন নয়, শুধু দিয়েছেন সাদা হৃদয়ের ‘ইমোজি’। জুড়ে দিয়েছেন হ্যানা মন্টানার জনপ্রিয় গান ‘অর্ডিনারি গার্ল’। অনেকের ধারণা, নাতাশা নিজেকে ‘সাধারণ মেয়ে’ বলেই ইঙ্গিত দিয়েছেন। যদিও বিচ্ছেদের পর হার্দিক সম্পর্কে একবারই মন্তব্য করেছিলেন নাতাশা। বলেছিলেন, হার্দিক খুব আত্মকেন্দ্রিক।