Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Entertainment News

অতিথিদের বিদায় দিতে গিয়ে এ কথা বলেন আমির!

তিনি মিস্টার পারফেকশনিস্ট। এ বার পলিটিক্যালি কারেক্ট হওয়ারও উদাহরণ রাখলেন। তিনি আমির খান। তাঁর বাড়িতে গেলে এক বিশেষ কায়দায় অতিথিদের বিদায় সম্ভাষণ জানান। তাতে যেমন অতিথিরা রেগেও যান না, তেমনই এ বার যে বিদায় নিতে হবে সে ইঙ্গিতও পৌঁছে যায় তাঁদের কাছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ১৭:৫০
Share: Save:

তিনি মিস্টার পারফেকশনিস্ট। এ বার পলিটিক্যালি কারেক্ট হওয়ারও উদাহরণ রাখলেন। তিনি আমির খান। তাঁর বাড়িতে গেলে এক বিশেষ কায়দায় অতিথিদের বিদায় সম্ভাষণ জানান। তাতে যেমন অতিথিরা রেগেও যান না, তেমনই এ বার যে বিদায় নিতে হবে সে ইঙ্গিতও পৌঁছে যায় তাঁদের কাছে।

অতিথিদের ঠিক কী বলেন আমির? আর কী ভাবে বা জানা গেল এই তথ্য?

সম্প্রতি আমিরের কাকা নাসির হুসেনের বায়োগ্রাফি প্রকাশ অনুষ্ঠানে আমির বলেন, ‘‘আমি প্রতিদিনের জীবনে একটা সংলাপ ব্যবহার করি। যখন আমাদের বাড়িতে কোনও অতিথি আসেন, তাঁদের সঙ্গে কথা বলার পর যখন আমার আর কিরণের মনে হয় অনেক হল, তখন আমি বলি, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভাল লাগল। আর সেটার মানেই ধন্যবাদ, এ বার আপনারা বাড়ি যেতে পারেন।’’ অর্থাত্ অতিথিদের আঘাত না করেও তাঁদের বুঝিয়ে দেওয়া সম্ভব।

আমির আরও জানিয়েছেন, তাঁর কাকা নাসির ছিলেন ফ্যামিলি ম্যান। যতই ব্যস্ত থাকুন সন্ধে ছ’টার মধ্যে বাড়ি চলে আসতেন। প্রায় প্রতিদিনই আত্মীয়-বন্ধুরা ভিড় করতেন তাঁর বাড়িতে। নাসিরের থেকেই এই ডায়লগটা শিখেছিলেন আমির।

আরও পড়ুন, ‘লজ্জা বলে তো কিছুই নেই’, ঐশ্বর্যাকেই কি বিঁধলেন জয়া?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aamir Khan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE