সহপাঠিনীদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিল এক কিশোরী। মোমবাতি হাতে দাঁড়িয়েছিল সকলে। হঠাৎ মোমবাতি থেকে কিশোরীর চুলে আগুন ধরে যায়। সেই বিপজ্জনক পরিস্থিতিতেও ভয় পায়নি সে। বরং হাসিমুখে সেই দুর্ঘটনা সামাল দেয় কিশোরী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘কেপেরেজ়থ্রি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চের উপর মোমবাতি হাতে দাঁড়িয়ে রয়েছে কিশোরীর দল। সকলের হাতেই মোমবাতি। কিশোরী এমন ভাবে মোমবাতিটি ধরেছিল যে, সামান্য অসাবধানতায় তার চুলে আগুন ধরে গেল। কিশোরীর পাশে দাঁড়িয়ে থাকা অন্য সহপাঠীরা আগুন দেখে ভয়ে চমকে ওঠে।
কিন্তু কিশোরীর কোনও ভয়ডর নেই। সে বিন্দুমাত্র চঞ্চল হল না। বরং হাসিমুখে হাত দিয়ে সেই আগুন নিবিয়ে দিল। এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন কিশোরীর কাকা। সেই তরুণের নাম কেনেথ পেরেজ়। কেনেথের দাবি, তাঁর ভাইঝির স্কুলে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান মঞ্চস্থ হওয়ার সময় কেনেথের ভাইঝির পাশাপাশি তার অন্য সহপাঠিনীরা হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল।
অসাবধানতার কারণে কেনেথের ভাইঝির চুলে মোমবাতি থেকে আগুন ধরে যায়। কিন্তু বিন্দুমাত্র ভয় না পেয়ে সে হাত দিয়ে আগুন নিবিয়ে দেয়। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে কিশোরীর প্রশংসা করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এত কম বয়সেও কী ভাবে শান্ত থেকে দুর্ঘটনা সামাল দেওয়া যায়, তা কিশোরীকে দেখে শিখতে হয়।’’