Advertisement
E-Paper

ধুতির স্টাইলে শাড়ি! ‘ভূমিকন্যা’য় কী ভাবে ম্যানেজ করলেন সুদীপ্তা?

ধারাবাহিকের মূল নারী চরিত্র তড়িতা এবং অনেক অনাথ মেয়ে সতী মায়ের আশ্রম কন্যা। তাঁর অন্যরকম লুক দিতেই তাঁকে ধুতির মতো করে শাড়ি পরানোর কথা ভাবা হয়। কিন্তু সেই শাড়ি পরানো নিয়েই ঘটে গেল নানা কাণ্ড!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৩:১৬
সুদীপ্তা চক্রবর্তী।

সুদীপ্তা চক্রবর্তী।

চরিত্র যেমন তার সাজ তো তেমনই হবে। ব্যতিক্রম নয় ধারাবাহিক ‘ভূমিকন্যা’ও। এখানে সতী ’র চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনস্ক্রিন শাড়ি পরছেন। কিন্তু তা যেন অনেকটা ধুতির স্টাইলে।

ধারাবাহিকের মূল নারী চরিত্র তড়িতা এবং অনেক অনাথ মেয়ে সতী মায়ের আশ্রম কন্যা। তাঁর অন্যরকম লুক দিতেই তাঁকে ধুতির মতো করে শাড়ি পরানোর কথা ভাবা হয়। কিন্তু সেই শাড়ি পরানো নিয়েই ঘটে গেল নানা কাণ্ড!

প্রথম প্রথম পুরো শাড়িটাকে ধুতির মতো পরতে সময় নাকি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগত। তার পর প্রাকৃতিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রেও সমস্যা হত অভিনেত্রীর। সে অবস্থার সমাধান হল কী ভাবে?

আরও পড়ুন: ফুটফুটে ছেলের জন্ম দিলেন সানিয়া মির্জা, গর্বিত শোয়েব

সুদীপ্তা বললেন, ‘‘প্রথম দিন শাড়িটা পরাতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল। আমি বললাম, এ ভাবে তো চলতে পারে না। কাম টু দ্য টেকনিক্যাল পয়েন্ট। পরানো তো হল, যদি আমার প্রাকৃতিক প্রয়োজন হয়? কী করবো? হোয়াট ডু আই হ্যাভ টু ডু? সারাদিন তো আর প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না? ফলে ভেবেচিন্তে ওটাকে রেডিমেড ধুতির মতো তৈরি করা হল। যাতে পরতে বা খুলতে কোনও সমস্যা না হয়। অনেকেই আমাকে বলেছেন স্টাইলটা ইউনিক।’’

আরও পড়ুন: দীপিকা নয়, কার সঙ্গে রাতভর ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন রণবীর?

সুদীপ্তার শাড়ি পরার স্টাইল কিন্তু ইতিমধ্যেই আকৃষ্ট করেছে ফ্যাশনিস্তাদের।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

Sudipta Chakraborty Tollywood Actress Actor Mega Serial Tele Industry ধারাবাহিক Cinema Television সুদীপ্তা চক্রবর্তী Sudiptaa Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy