ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র শুনানি সেরে বাড়ি ফেরার পরেই মৃত্যু হল জওহরলাল মাহাতো নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে কল্যাণীর চর কাঁচরাপাড়ার চর যদুবাটী এলাকায়! ফের কাঠগড়ায় এসআইআর আতঙ্ক।
স্থানীয় সূত্রে খবর, মৃত জওহরলালের কাছে গত শনিবার শুনানির নোটিস এসেছিল। সেই জন্য যাবতীয় নথিপত্র নিয়ে তিনি কল্যাণী বিধান ভবনে হাজির হয়েছিলেন রবিবার। ২০০২ সালের ভোটার তালিকায় জওহরলাল ও তাঁর স্ত্রীর নাম থাকা সত্ত্বেও কেন তাঁদের নতুন করে তলব করা হল, তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে ছিলেন ওই বৃদ্ধ। শুনানির লাইনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকার সময় তিনি শারীরিক ভাবে অসুস্থতা বোধ করেন। বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। রবিবার রাতের বেলায় হৃদ্রোগে আক্রান্ত্র হয় বলে জানান তার ছেলে চমকলাল মাহাতো। সোমবার সকালে অবস্থার অবনতি হলে সেখানকার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি এসআইআর শুনানিতে হাজিরা দেওয়া এবং নাগরিকত্ব খোয়ানোর প্রবল উৎকণ্ঠা সহ্য করতে না পেরেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।