উত্সব মানেই কোয়ালিটি টাইমে বিশ্বাসী বলিউডের বচ্চন পরিবার। ব্যতিক্রম হল না চলতি ক্রিসমাসও। বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই ক্রিসমাস সেলিব্রেট করল বচ্চন পরিবারের খুদে সদস্য আরাধ্যা।
ক্রিসমাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐশ্বর্যা। ফ্রেমে আরাধ্যাকে সঙ্গে নিয়ে রয়েছেন তিনি এবং অভিষেক। পিছনে ফ্রেমে বাঁধানো রয়েছে ঐশ্বর্যার বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাইয়ের ছবি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সকলের জন্য ক্রিসমাসের ভালবাসা’।
চলতি ক্রিসমাস একটু আগে থেকেই অন্য ভাবে সেলিব্রেট করেছেন ঐশ্বর্যা। সদ্য ক্যানসার আক্রান্তদের সঙ্গে একটা সন্ধে কাটিয়েছিলেন তিনি। জীবনে নতুন করে বাঁচার সাহস দিয়েছিলেন আক্রান্ত শিশুদের।
আরও পড়ুন, ফের বাবা হলেন করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়
বেশ কিছুদিন হল বড় পর্দায় দেখা যাচ্ছে না ঐশ্বর্যাকে। চলতি বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছিল ‘ফ্যানি খান’। তার পর এখনও পর্যন্ত তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গুলাব জামুন’ নিয়ে ফের অনস্ক্রিন ফিরবেন তিনি। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন অভিষেক বচ্চন। প্রায় ন’বছর পর অনস্ক্রিন দেখা যাবে রিয়েল লাইফ এই জুটিকে। ‘রাবণ’-এ শেষবার স্ক্রিন শেয়ার করেছিলেন ঐশ্বর্যা-অভিষেক।
🥰💖Christmas Love to All💖🤗🎄🤶🏻🎅🏻🎊✨🌈✨💕✨💃✨🕺✨❄️✨🎼
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)